Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

মেঘপাগল মার্কাস আইনস্পেনিয়ার এবং তার যত কাণ্ডকারখানা

শৈশবের দিনগুলোতে মেঘের ভেতর থেকে বিভিন্ন আকৃতি খুঁজে নেওয়া আমাদের জন্য বেশ আমুদে ছিলো। শরতের ছেড়া ছেড়া মেঘের উড়োউড়ি দেখতে দেখতে কেউ কেউ হয়তো পার করে দিতাম অসংখ্য ক্লান্ত বিকেল। তারপর একদিন হঠাৎ যান্ত্রিক ব্যস্ততা আমাদের দৈনন্দিন অবসরকেও গ্রাস করে নিল, তখন আকাশের বুকে মুখ তুলে একটিবার চাওয়ারও ফুসরত মেলে না আমাদের। তবু কিছু চির সবুজ মানুষ আছেন আমাদের মাঝে, যারা তাদের শৈশবকে বয়ে নিয়ে বেড়ান আজীবন। শৈশবেই বাঁচেন তারা, বুড়ো হন না কখনও। তেমনই একজন মানুষ, জার্মানীর মার্কাস আইনস্পেনিয়ার।
মার্কাসের প্রিয় বিষয় মেঘ। তাই মেঘকেই বানিয়েছেন খেলার সাথী। মেঘের সাথে তার মিতালীর উপাখ্যান আমাদেরকে আরেকবার ভাবাবে- কোনো কিছু প্রতি মানুষের ভালোবাসা কতোটা জোরালো হতে পারে আর তার দ্বারা তৈরি হতে পারে সৃষ্টিশীলতার মহাযজ্ঞ!

ভিজ্যুয়াল আর্টিস্ট মার্কাস আইনস্পেনিয়ারের মেঘপ্রীতির শুরুটা কৈশোরে, ১৩ বছর বয়েসে। জন্মদিনে বাবা-মা তাকে কিনে দেন একটি পোলারয়েড ক্যামেরা। আর তা দিয়ে ছবি তুলতে তুলতে হঠাৎ একদিন মার্কাসের খেয়াল হয়, তার তোলা ছবির মধ্যে মেঘের ছবি অসম্ভব রকম বেশি। নিজের অজান্তেই মেঘের প্রতি প্রচন্ড রকম ফ্যাসিনেশান অনুভব করেন মার্কাস।

তারপর থেকে মার্কাসের মতো মেঘকে নিয়ে এমন খেলা হয়তো এভাবে আর কেউ খেলেনি। শুধুমাত্র কল্পনাকে হাতিয়ার করে তিনি মেঘের দেশে বিচরন করেন বাঁধাহীন। তৈরি করেন এমন কিছু ছবি যা গল্প বলে যায়। মানুষের দৃষ্টিকোণ আর গল্প বলার ধরণ যে কতটা বিচিত্র হতে পারে তার উদাহরণ মার্কাসের ছবিগুলো। শুরু করা যাক।

১. মেঘে ঝেকে তুষারপাত!

জার্মানীর একটা বড় অংশে বছরের কোনো সময়ই তুষারপাত হয় না। মার্কাসের বড় ভাইয়ের বসবাস এমন এক তুষারবিহীন জনপদে। ব্যাপারটা মার্কাসের ভাইঝির মোটেই পছন্দ না। সে তুষারপাতের মধ্যে হাঁটতে চায়, তুষার স্পর্শ করতে চায়, স্নো বল দিয়ে বন্ধুদের সাথে খেলতে চায়। কিন্তু তার সেই সাধ পূরণ হয় না কখনও।

ভাইঝি মার্কাসকে ডাকে ‘মেঘাঙ্কেল’ বলে। একদিন সে তার মেঘাঙ্কেলের কাছে আবদার করে বসে এভাবে, “তুমি আমাদের এখানকার ‍দু-চারটে মেঘকে ঝাঁকি দিয়ে কিছু তুষার ফেলতে পারো না? ধরো, তুমি যেভাবে তোমার #usetheclouds হ্যাশট্যাগে ইন্টাগ্রামের ছবি দাও, এবার এমন একটা ছবি দিবে যেন মনে হয় তুমি মেঘ ঝাঁকাচ্ছো আর তুষারে তুষারে ছেয়ে যাচ্ছে আমাদের উঠোন!

ভাইঝির সেই আবদার মেটাতে মেঘ ঝেঁকে তুষার নামাচ্ছেন মার্কাস!

ভাইঝির আবদার পুরোনো মেঘ ঝেকে তুষার নামাচ্ছেন মার্কাস

ভাইঝির আবদার মিটাতে মেঘ ঝেঁকে তুষার নামাচ্ছেন মার্কাস; ছবিসত্ত্ব: marcus1spannier

২. মেঘের বুকে স্নো-বোর্ডিং

মানুষ কেন যে স্নো-বোর্ডিং করতে অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডে যায় বুঝতে পারেন না মার্কাস। তার কথা হলো, সে তো চাইলেই মেঘের বুকে স্নো বোর্ডিং করতে পারে! আর সেটা পৃথিবীর সবখানেই সম্ভব। শুধু দরকার এরকম এক চিলতে মেঘ খুঁজে পাওয়া।

মেঘের বুকে স্নো বোর্ডিং

মেঘের বুকে স্নো-বোর্ডিং; ছবিসত্ত্ব: marcus1spannier

৩. যেতে নাহি দেব!

আপনার যা কিছু প্রয়োজন, তাকে আঁকড়ে ধরুন এভাবে!

যেতে নাহি দেব!

যেতে নাহি দেব! ছবিসত্ত্ব: marcus1spannier

৪. উদযাপনের মেঘ

মেঘের সাথে উদযাপন

মেঘের সাথে উদযাপন; ছবিসত্ত্ব: marcus1spannier

আমাদের ‍বিভিন্ন উদযাপনের সময় আকাশে যে এমন কোনো মেঘ ভাসে না, কে খেয়াল রাখে! খেয়াল রাখেন মার্কাস। তাইতো তার উদযাপনের বার্তা ছড়িয়ে পড়ে আকাশেও!

৫. মার্কাসের পানি গরম করা

মার্কাস পানি গরম করতে দিয়েছিলেন, কিন্তু তা বাষ্প না হয়ে একেবারে মেঘ হয়ে উড়ে গেল!

ছবিসত্ত্ব: marcus1spannier

৬. মেঘের দেশে নাচানাচি

মেঘের বুকে পেঙ্গুইন নাচ; ছবিসত্ত্ব: marcus1spannier

খুব নাচানাচির শখ পেঙ্গুইনটির, তাইতো উঠে পড়েছিলো মেঘের উপর। কিন্তু মেঘের রাজা মার্কাস তার সাথে দুষ্টুমি করতে ছাড়লেন না।

৭. পিক্সার একাডেমীর মেঘ ভ্রমণ

পিক্সারের সব কিউট কিউট চরিত্রেরা হয়তো এভাবেই একদিন হারিয়ে গিয়েছিলো মেঘের দেশে! সে ছবিটি স্বযত্নে রেখেছেন মার্কাস।

মেঘের মাঝে এক টুকরো পিক্সার

মেঘের মাঝে এক টুকরো পিক্সার; ছবিসত্ত্ব: marcus1spannier

৮. বিচ্ছু হাতির কান্ড!

কোনো এক গরমের দিনে এভাবেই নিজ শরীর মেঘে ভিজিয়ে নিচ্ছিলো হাতিটি; ছবিসত্ত্ব: marcus1spannier

৯. যখন ভীষণ তাড়াহুড়ো!

মার্কাস এভাবেই মেঘ থেকে মেঘে লাফিয়ে চলেন; ছবিসত্ত্ব: marcus1spannier

১০. মেঘের বুকে শরীরচর্চা

৩০টা ডোনাট আর গাদা গাদা মদ গেলার পর শরীরচর্চা শুরু করেছে হোমার।

ছবিসত্ত্ব: marcus1spannier

১১. মিস্টার ক্লাউডস্টেটার!

কেউ একজন অথবা মার্কাস নিজেই ক্লাউডস্কেটিং করছিলেন একদিন; ছবিসত্ত্ব: marcus1spannier

১২. মেঘের ‘পরে দাঁড়িয়ে মেঘের ছবি তোলা!

ছবিসত্ত্ব: marcus1spannier

১৩. পড়ুয়া মার্কাস

পড়তে পড়তে এভাবেই মাথায় মেঘ উঠে যায় মার্কাসের!

মার্কাস পড়ছে; ছবিসত্ত্ব: marcus1spannier

১৪. রাধুনী মার্কাস!

ছবিসত্ত্ব: marcus1spannier

১৫. কিন্তু মার্কাসের রান্নার হাত এতোটাই ভালো যে…

খাবারের ঘ্রাণ এমন হলে তা খাবার যোগ্য কি করে হবে হে মার্কাস? ছবিসত্ত্ব: marcus1spannier

১৬. তবে বিখ্যাত শেফেদের রান্নার সময় যেমন ঝলসে ওঠে আগুন, তেমনিভাবে মার্কাসের রান্নায় খুব আহ্লাদে মেঘ ‍উড়ে যায়!

ছবিসত্ত্ব: marcus1spannier

১৭. মার্কাস সাহেব রেগে গেলে…

রেগে গেলে মার্কাসের মাথা এতোটাই গরম হয় যে তা দিয়ে দিব্যি রান্নার কাজ চলে যায়!

মাথার তাপে রান্না করছেন মার্কাস; ছবিসত্ত্ব: marcus1spannier

১৮. মেঘ আঁকিয়ে মার্কাস!

আকাশে মেঘের কমতি থাকলে এভাবেই তা পুষিয়ে দেন মার্কাস। যানবাহন রঙ করার যন্ত্র দিয়ে মেঘ ছড়িয়ে দিচ্ছেন আকাশে!

আকাশে মেঘ ব্রাশ করছেন মার্কাস; ছবিসত্ত্ব: marcus1spannier

১৯. মার্কাসের মেঘ আঁকাআঁকির আরো কিছু নমুনা

ছবিসত্ত্ব: marcus1spannier

২০. স্কেটিংয়ের জন্য এক চিলতে মেঘ এঁকে নিচ্ছেন মার্কাস

ছবিসত্ত্ব: marcus1spannier

২১. চকলেট লাচ্ছির সাথে মেঘ!

চকলেট লাচ্ছির সাথে ক্রিমের কমতি হয়ে গেলে একটু মেঘ মিশিয়ে নেন মার্কাস!

চকলেট লাচ্ছি উইথ ক্লাউড; ছবিসত্ত্ব: marcus1spannier

২২. ‍মেঘে মেঘে কত কথা বলে যান মার্কাস

ছবিসত্ত্ব: marcus1spannier

২৩. কান পেতে রই

আবার কোনো খবর শোনার জন্য এভাবেই কান পেতে থাকেন মার্কাস।

মেঘের বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্কাস; ছবিসত্ত্ব: marcus1spannier

২৪. ভয়ঙ্কর খবর!

মেঘেরা যখন মার্কাসকে ভয়াবহ কোনো খবর দিয়ে যায়…

ছবিসত্ত্ব: marcus1spannier

২৫. ক্ষুধার্ত মেঘ

এক ক্ষুধার্ত মেঘকে কলা খাওয়াচ্ছেন মার্কাস!

ছবিসত্ত্ব: marcus1spannier

২৬. মেঘের কারিগর মার্কাস

ছবিসত্ত্ব: marcus1spannier

২৭. মেঘখণ্ড ঠেলে দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছেন মার্কাস

ছবিসত্ত্ব: marcus1spannier

২৮. কিংবা দুটি মেঘখণ্ডকে জোড়া দিচ্ছেন

ছবিসত্ত্ব: marcus1spannier

২৯. বিশাল মেঘকে ঠেকিয়ে রেখেছেন

ছবিসত্ত্ব: marcus1spannier

৩০. জাদুকর মার্কাস

৩১. কিউট মেঘ

কিউট এই মেঘটিকে দেখে স্পর্শ করার লোভ সামলাতে পারেননি মার্কাস।

ছবিসত্ত্ব: marcus1spannier

৩২. চা পানরত মার্কাস

আমাদের চা থেকে বের হয় ধোঁয়া, মার্কাসের চা থেকে বের হয় মেঘ!

চা খাচ্ছেন মার্কাস; ছবিসত্ত্ব: marcus1spannier

৩৩. মারিওকে হাঁটা শেখাচ্ছেন মেঘের বুকে

ছবিসত্ত্ব: marcus1spannier

৩৪. মেঘচূড়ায় মারিও

ছবিসত্ত্ব: marcus1spannier

৩৫. আরেকটু মেঘরোপন!

ছবিসত্ত্ব: marcus1spannier

৩৬. বাবা হবার খবর দিলো ভাইঝি!

এই হলো মার্কাসের সেই ভাইঝি। ভাইঝির সাথেও নাকি মেঘেদের খাতির চূড়ান্ত! তাই বাবা হবার খবরটি মার্কাসকে না দিয়ে এভাবে ভাইঝিকে দিয়ে যায় মেঘেরা।

মেঘেদের ডাকবাক্স থেকে মার্কাসের বাবা হবার খবর নিয়ে আসছে ভাইঝি; ছবিসত্ত্ব: marcus1spannier

৩৭. মার্কাসের ছেলের লাফ

মার্কাসের ছেলের প্রথম মেঘ ভ্রমণ। মার্কাসের ভাষ্য, তার ছেলে নাকি এক লাফেই মেঘের উপর উঠে যায়!

ছবিসত্ত্ব: marcus1spannier

৩৮. নতুন বাবারা সাবধান!

বাচ্চাদের ডাইপার পাল্টানোর সময় পারলে নাকে ক্লিপ এঁটে নেবেন, নইলে…

প্রথমবারের মতো ছেলের ডাইপার বদলাতে গিয়ে বেকায়দায় পড়ে যান মার্কাস; ছবিসত্ত্ব: marcus1spannier

৩৯. মার্কাসের ছেলের দস্যিপনা

জুতো পরবে না বলে মার্কাসের পিচ্চি ছেলে কোনো এক মেঘের উপর সেরে রেখেছিলো জুতোজোড়া। খুঁজে পেতে শেষে গলদঘর্ম হতে হয়েছিলো মার্কাসকে।

মার্কাসের ছেলের জুতা রাখার জায়গা; ছবিসত্ত্ব: marcus1spannier

৪০. ছেলের আবদার

মার্কাসের ছেলে আবদার করেছিলো তার একটা হ্যাট চাই, মার্কাস তার এমন হ্যাটের ব্যবস্থা করে দেন ছেলেকে।

মেঘের হ্যাট পরিহিত মার্কাসের ছেলে; ছবিসত্ত্ব: marcus1spannier

মার্কাসের এমন পাগলামীর অন্ত নেই। মার্কাস তার ইন্সটাগ্রাম আইডি (www.instagram.com/marcus1spannier) তে আপলোড করে যাচ্ছেন এমন সব পাগলামীর ছবি। মার্কাসের এ পাগলামী চলতে থাকুক, ছড়িয়ে পড়ুক মেঘের প্রতি ভালোবাসা সবার মাঝে, ভালো থাকুক সব মেঘ!

Related Articles