Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

মেলবোর্ন গাড়ি হামলা: চালকের মানসিক সমস্যা নাকি সন্ত্রাসী হামলা?

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের ফ্লিন্ডার্সে ঘটে গেছে একটি মারাত্মক দুর্ঘটনা। স্থানীয় সময় বেলা ৪টা ৪৫ মিনিটের দিকে একটি সাদা রংয়ের Suzuki SUV হঠাৎ করে ফুটপাতের পথচারীদের উপর উঠে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় আহত হয়েছে একটি শিশুসহ প্রায় ১৮ জন পথচারী। এদের মধ্যে কয়েকজনকে বেশ গুরুতর আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাস্থলের ম্যাপ; Source: CNN

অস্ট্রেলিয়ার ‘দ্য এইজ’ পত্রিকার খবর অনুযায়ী গাড়িটি প্রচণ্ড বেগে এলিজাবেথ ও সোয়ানস্টনের মাঝামাঝি ফুটপাতের উপর উঠে পড়ে। তবে  প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, গাড়িটি সাধারণ গতিতেই চলছিল।

আটককৃত গাড়ির চালক; Source: BBC

ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, গাড়ির চালকের মানসিক সমস্যা রয়েছে এবং সে একজন মাদকাসক্ত। ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার শেইন প্যাটন সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনাটি সম্পূর্ণ ইচ্ছাকৃত তবে সন্ত্রাসবাদের সাথে এর কোনো যোগসূত্র নেই।

সন্দেহভাজন

  • পুলিশের দেয়া তথ্যানুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িতে এর ৩২ বছর বয়সী চালক ছাড়া আর কেউ ছিল না।
  • চালক আফগান বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় নাগরিক, পুলিশের খাতায় তার নাম ছিল ছোটখাট অপরাধের জন্য।
  • এছাড়াও সন্দেহভাজন হিসেবে ২৪ বছরের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকালীন সময় তিনি পুরো ব্যাপারটি ভিডিও করছিলেন। তার সাথে একটি ছোরা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতামত

প্রত্যক্ষদর্শী জিম স্টুপার্স বলেছেন,

গাড়িটি হঠাৎ করেই পথচারীদের উপর দিয়ে চলতে শুরু করে। চালকের মধ্যে গাড়ি থামানোর বা গতিপথ পরিবর্তনের কোনো লক্ষণই ছিল না। একজন অফ-ডিউটি পুলিশ অফিসার তখন ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। ব্যাপারটি এত দ্রুত ঘটে যায় যে কারো কিছু করার ছিল না। মিনিটের মধ্যে ৫-৮ জন মানুষ গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে।

দুর্ঘটনার কিছুক্ষণ পরে তোলা ছবি; Source: The Telegraph

ভিক্টোরিয়ার অ্যাম্বুলেন্সকর্মী তার বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে মাথায় মারাত্মকভাবে জখম হওয়া প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের বয়সী এক শিশুও ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী লাখলান রিড হেরাল্ড সান পত্রিকায় নিজের বিবৃতিতে বলেছেন, সম্পূর্ণ ঘটনাটি মাত্র ১৫ সেকেন্ড স্থায়ী ছিল।

ট্রাফিকের লাল সংকেতকে উপেক্ষা করে গাড়িটি সোজা পারাপাররত পথচারীদের উপর উঠে পড়ে। তারপর শুধু ব্যাং ব্যাং ব্যাং! এর আঘাতে একজনের পর একজন মানুষ ছিটকে পড়তে শুরু করে।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল টুইটারে বলেছেন, ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা পাঠিয়েছেন।

এছাড়াও অস্ট্রেলিয়ান বিরোধী দলের নেতা বিল শর্টেন দুর্ঘটনাটি সম্পর্কে টুইট করেছেন এবং জরুরী ব্যবস্থার প্রশংসা করেছেন।

এ বছর মেলবোর্নে এরকম আক্রমণ দ্বিতীয়বারের মতো হলো। গত ২০ জানুয়ারি সেন্ট্রাল মেলবোর্নে মধ্যাহ্নভোজ চলাকালীন সময়ে একজন ড্রাইভার ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে দেন, যাতে যথাক্রমে ১০ বছর বয়সী এবং ৩ মাস বয়সী শিশুসহ মোট ৬ জন মানুষ নিহত হন। আরও অন্তত ৩০ জন আহত হন সেই ঘটনাতে।

২০ জানুয়ারিতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য দায়ী দিমিত্রিয়াস গার্গাসোলাসের ছবি; Source: Change.org

আক্রমণকারী দিমিত্রিয়াস গার্গাসোলাসকে ৬ খুন এবং ২৮টি হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত করা হয়। তবে ১৫ ডিসেম্বরের শুনানিতে তিনি “নির্দোষ” বলে প্রমাণিত হন! আর এই ঘটনার জের ধরেই মেলবোর্নে ব্যস্ত এলাকাগুলোতে ‘বোলার্ড’ নামক কিছু কংক্রিট ব্লক তুলে দেওয়া হয়েছে, যাতে করে এহেন ঘটনা ভবিষ্যতে আর না ঘটতে পারে।

ফিচার ইমেজ: BBC

Related Articles