কেটওয়াইস জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP24): নতুন আশার সঞ্চার
জাতিসংঘের অন্যান্য সংস্থার মতো পরিবেশ রক্ষায় রয়েছে বিশেষ সংস্থা ‘ United Nations Framework Convention on Climate Change (UNFCCC)’- যা ১৯৯২ সাল থেকে কাজ করে যাচ্ছে পরিবেশ রক্ষায়। নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত হচ্ছে এই সংস্থার বিশ্বসম্মেলন। ২০১৮ সালে পোল্যান্ডের কেটওয়াইস এ অনুষ্ঠিত হলো এর সর্বশেষ সম্মেলন – ‘COP24’। এই সম্মেলন কতটুকু সফল কিংবা ব্যর্থ- তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। যদিও আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েক বছর এর সদুত্তর পাওয়ার জন্য।