বছরজুড়ে ফটোগ্রাফি: গার্ডিয়ানের সেরা ২৪

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার দাবানল পর্যন্ত সর্বস্তরের জনগণের তোলা ছবির সমন্বয়ে ব্রিটিশ প্রভাবশালী গার্ডিয়ান ২০১৭ সালের সেরা ২৪টি ছবির তালিকা প্রকাশ করেছে। চলুন দেখে নেয়া যাক।

১. কটন বাড বয়ে নিয়ে যাওয়া সিন্ধুঘোটক

ইন্দোনেশিয়ার সমুদ্রে কটন বাড আঁকড়ে ধরে রাখা একটি সিন্ধুঘোটক; Photograph: Justin Hofman

ছবিটি তুলেছেন ইন্দোনেশিয়ার একজন গাইড, যিনি পর্যটকদের সমুদ্রের তলদেশে সাঁতরাতে সাহায্য করেন। এরকম একটি মুহূর্তে  স্রোতের কারণে পানির ওপর ভাসমান কিছু বস্তু উল্টে গিয়ে আবর্জনায় রূপ নেয়। আবর্জনার সাথে ভাসমান অবস্থায় ছবিটি তুলেন হফম্যান। ছবিটি সম্পর্কে তিনি বলেন, “জলজ প্রাণী এবং  আবর্জনা আমি আগেও একত্রে দেখেছি, তবে এটি ছিল সবচাইতে নাটকোচিত মিথস্ক্রিয়া“। গত ১৭ই সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় ছবিটি তোলা হয়।

২. দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল; Photograph: Mario Tama/Getty Images

দাবানলের মাত্র কয়েক গজ পাশ নিয়েই যানবাহনগুলো চলছিল। এমন সময় দুজন দমকলকর্মীকে কাজ করতে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি ফটোগ্রাফার মারিও। ৭ ডিসেম্বর তোলা এ ছবিটি তাই জায়গা পেয়েছে গার্ডিয়ানের বর্ষসেরা ২৫ ছবির তালিকায়।

৩. নটিং হিল উৎসব

নটিং হিল উৎসব; Photograph: Matt Stuart/Magnum Photos

এ উৎসবে রঙ, চকলেটসহ যেকোনো কিছু নিয়েই একে অন্যের সাথে লড়াই করতে পারা যায়। সে কারণে একে ‘বন্ধুত্বপূর্ণ দাঙ্গা’ বলে আখ্যায়িত করেছেন ফটোগ্রাফার ম্যাট স্টুয়ার্ট। গত ২৭ আগস্ট ছবিটি তুলেছেন তিনি।

৪. মাসাই ক্রিকেট যোদ্ধা

মাসাই ক্রিকেট যোদ্ধারা; Photograph: Francois Nel/Getty Images

কেনিয়ার আদিবাসী সম্প্রদায় মাসাই। সাধারণত তারা ক্রিকেট খেলে না, তবে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রিকেট ম্যাচের আয়োজন করে থাকে। ছবিটি বৃহদাকারে প্রচারিত হওয়ায় ফটোগ্রাফার নেল অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। কেননা তিনি মনে করছেন ছবিটি তাদের মূল বার্তা প্রচারে সহায়ক হিসেবে কাজ করেছে।

৫. ভাসমান শরণার্থী

ইতালিতে শরণার্থীবহনকারী নৌকা উল্টে যাওয়ার পর এক শরণার্থী; Photograph: Chris McGrath/Getty Images

প্রায় ৬০০ জন শরণার্থী নিয়ে ৫০ জনের ধারণক্ষমতা সম্পন্ন নৌকাটি ইতালির এক সমুদ্রতীরে ডুবে যায়। উদ্ধারকর্মীদের কাজে সহায়তা করার সময় গত ২৪ মে ছবিটি নিজের ক্যামেরায় ধারণ করেন ক্রিস ম্যাগ্রাথ।

৬. ‘ইউনিট-দ্য-রাইটের’ র‍্যালি এবং ‘অ্যান্টি-ফার-রাইটের’ বিক্ষোভ

বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে একজন ঝাঁপিয়ে পড়ছেন; Photograph: Ryan M. Kelly/AP

শার্লোটেসভিল পত্রিকার একজন স্টাফ গত ১২ই আগস্ট ‘ইউনিট-দ্য-রাইটের’ র‍্যালি এবং ‘অ্যান্টি-ফার-রাইটের’ বিক্ষোভ কভার করতে গিয়ে ছবিটি তুলেছেন। এ সংঘর্ষের কারণে পরবর্তীতে একজন নিহত হবার খবর পাওয়া যায়।

৭. কানাডায় শক্তিশালী ঘূর্ণিঝড়

কানাডার আলবার্তোতে আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড়; Photograph: Cecilia Wessels

ঘূর্ণিঝড়কে তুচ্ছজ্ঞান করে কাজ করছেন একজন ক্যানাডিয়ান। গত ২ জুন বাসায় বসে তার স্ত্রী সিসিলিয়া ওয়েসেলস ছবিটি ধারণ করেন।

৮. ডেনভার ব্রঞ্চসের দল

হাঁটু গেড়ে বসা অবস্থায় ডেনভার ব্রঞ্চসের দল; Photograph: John Leyba/Denver Post via Getty Images

ট্রাম্পের বিবৃতি অনুসারে ডেনভার ব্রঞ্চসের দল হাঁটু গেঁড়ে বসলেও ফটোগ্রাফার জন লেব্যা জানতেন কেউ না কেউ ভিন্ন কাজ করে প্রতিবাদ জানাবেন। তার ধারণা অনুসারে দেখা যায়, সবাই হাঁটু গেড়ে বসে পড়ার পর দর্শকদের মধ্য থেকে নানা কটূক্তি করা হয়।

৯.  নাইরোবিতে দাঙ্গা পুলিশ ও বিক্ষোভকারী

কেনিয়ার নাইরোবিতে দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ; Photograph: Ben Curtis/AP

গত ১০ই অগাস্ট দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালীন বিক্ষোভকারীদের একজন কাঁদুনে গ্যাসের ঝাঁঝ উপেক্ষা করে পুলিশের দিকে এগিয়ে আসতে থাকে। বিক্ষোভকারীর  এই সাহসী পদক্ষেপের সাক্ষী হিসেবে ছবিটি ক্যামেরা বন্দি করেন ফটোগ্রাফার বেন ক্রুটিস।

১০. ডোনাল্ড ট্রাম্পের অভিষেক

ডোনাল্ড ট্রাম্প অভিষেকের পথে এগিয়ে যাচ্ছেন; Photograph: Patrick Semansky/AP

অভিষেকের পথে ট্রাম্পও কিছুটা স্নায়ুটানে ভুগছিলেন বলে মনে করছেন এই ছবির মালিক প্যাট্রিক সিমানস্কাই। গত ২০ জানুয়ারি ছবিটি তোলার সময় ট্রাম্প বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন বলেও জানান তিনি।

১১. নটিং হিলে জ্বলন্ত গ্রেনফল টাওয়ার

নটিং হিলে জ্বলন্ত গ্রেনফল টাওয়ার; Photograph: Jeremy Selwyn/Evening Standard/eyevine

লন্ডনের গ্রেনফল টাওয়ারে আগুন লেগে ততক্ষণে প্রায় এর দুই-তৃতীয়াংশ জ্বলে ছাই হয়ে গেছে। ছবিটি তুলতে গিয়ে ফটোগ্রাফার বলেন, “এ বছরে বেশ কয়েকটি ট্র্যাজেডি কাভার করলেও এটি ছিল সবচাইতে দুঃখজনক”।

১২. ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলনে ক্যান্ডি ফ্রীম্যান

ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলনে ক্যান্ডি ফ্রীম্যান; Photograph: Stephanie Keith/Reuters

ট্রাম্পের অভিষেকের কিছু সময়ের মধ্যেই প্রচণ্ড তুষারপাত শুরু হয়। এ তুষারপাতের মধ্যেই ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলন চলছিল। ক্যান্ডি ফ্রীম্যানের ছবিটি এটিই প্রমাণ করে যে বাইরের প্রচণ্ড তুষারপাতও তাদেরকে আন্দোলন থেকে পিছপা করতে পারেনি। অন্তত এমনটাই মনে করছেন ফটোগ্রাফার কেইথ।

১৩. একজন রোহিঙ্গা শরণার্থীর কান্না

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী; Photograph: Kevin Frayer/Getty Images

প্রচণ্ড চাপের মধ্যে একজন রোহিঙ্গা শিশুর ত্রাণ লাভের চেষ্টা করছে। গত ১৮ সেপ্টেম্বর কক্সবাজারে তার প্রথম দিনেই ছবিটি তুলেন কেভিন ফ্রেয়ার।

১৪. শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মশাল মিছিল

শার্লোটেসভিলে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মশাল মিছিল; Photograph: Anadolu Agency/Getty Images

ইউনিট দ্য রাইট র‍্যালির আগের রাতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের একটি মশাল মিছিলের গুজব শোনা যাচ্ছিল। সত্য-মিথ্যা যাচাই করতে ফটোগ্রাফার শার্লোটেসভিলে গিয়ে দেখেন সত্যিই এটি ঘটছে।

১৫. মুখোমুখি অবস্থানে পুলিশ ও বিক্ষোভকারীরা

নর্থ ডাকোটায় মুখোমুখি অবস্থানে পুলিশ ও বিক্ষোভকারীরা; Photograph: Ryan Vizzions

নর্থ ডাকোটায় পুলিশ ও বিক্ষোভকারীদের অবস্থান সম্পর্কে খুব বেশি সাংবাদিক অবগত ছিল না। সে কারণে ফটোগ্রাফার রায়ান ভিজিওন দ্রুতই সেখানে চলে যান এবং পুলিশের ঠিক পেছনে অবস্থান করে পুলিশ এবং বিক্ষোভকারীদের একই ফ্রেমে অবদ্ধ করে ছবিটি তোলার চেষ্টা করেন।

১৬. পোর্ট্রেট সিরিজের একটি ছবি

পিয়ংইয়ং-এর মুনসু ওয়াটার পার্কে একজন সাঁতারু; Photograph: Ed Jones/AFP/Getty Images

মূলত একটি পোর্ট্রেট সিরিজের অংশ হিসেবে ছবিটি তুলেছেন এড জোনস। তিনি এই ছবিগুলোর মাধ্যমে দেখাতে চান যে, আমরা সাধারণত সাপ্তাহিক ছুটিতে যা কিছু করি, অনেক সাধারণ মানুষ তার প্রত্যহ জীবনে তা-ই করে থাকে।

১৭. শৃঙ্গহীন গণ্ডার

বিশৃঙ্গকৃত পাঁচটি গণ্ডার; Photograph: Natalie Rogers/Rhino Revolution

চোরাকারবারিদের হাতে নিজেদের মাকে হারানোর পর এ গণ্ডারগুলোকে গণ্ডার পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রথমে এরা কষ্টের জীবনযাপন করলেও এখন স্বাভাবিক জীবনেই রয়েছে। চোরাকারবারিদের হাত থেকে রক্ষা করবার জন্য তাদেরকে বিশৃঙ্গ করা হয়।

১৮. অগ্নিনির্বাপক দলের প্রশিক্ষণ

প্রশিক্ষণ নিচ্ছেন অগ্নিনির্বাপক দলের তিন সদস্য; Photograph: Rosa Furneaux

অকল্যান্ডের একটি গুদামে আগুন লেগে মারাত্মক ক্ষতি হবার পর ফটোগ্রাফার রোসা অগ্নিনির্বাপক দল সম্পর্কে আগ্রহী হন। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে কিনা তা পরীক্ষা করতে এসে এ ছবি তোলেন। এবং তার পরীক্ষায় অগ্নিনির্বাপক দলের সকলেই প্রশংসার সাথেই উত্তীর্ণ হয়।

১৯. টোপ হিসেবে অক্টোপাস

গৃহে তৈরি একটি অক্টোপাস টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে; Photograph: Tommy Trenchard/Panos Pictures

বাজাও নামক এক সামুদ্রিক যাযাবর দল বিগত কয়েকশ’ বছর ধরে সমুদ্রের ধারে জীবন-যাপন করে আসছে। তারা নিজগৃহে একধরনের অক্টোপাস তৈরি করে থাকে টোপ হিসেবে। তাদের প্রধান খাদ্য হিসেবে তারা অক্টোপাস গ্রহণ করে থাকে। ছবিতে এমনই একটি অক্টোপাসকে টোপ হিসেবে ব্যবহার করতে দেখা যাচ্ছে।

২০. ওয়াশিংটনে মহিলাদের মিছিল

ওয়াশিংটনে মহিলাদের মিছিল; Photograph: Mario Tama/Getty Images

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের আগের দিন হাজার হাজার নারী বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে আসা নারীদের প্রতিবাদের ভাষা তুলে ধরতেই এ ছবিটি তোলা হয়েছে বলে জানান ফটোগ্রাফার মারিও।

২১. ছেলেদের সৌন্দর্য প্রদর্শনী

ছেলেদের সৌন্দর্য প্রদর্শন প্রতিযোগিতায় ফুলানি যুবারা; Photograph: Sven Torfinn/Panos Pictures

এটি নাইজারে বর্ষা বিদায়ের একটি উৎসব। এ উৎসবে তরুণেরা তাদের বান্ধবী এবং বিবিদের অভিভূত করতে এভাবে নিজেদের সাজিয়ে থাকে।

২২. পুলিশের দিকে বোতলভর্তি বালু ও পাথর ছুঁড়ে প্রতিরোধ

ভেনিজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের একাংশ; Photograph: Ariana Cubillos/AP

ভেনিজুয়েলায় খাবার স্বল্পতা, মুদ্রাস্ফীতিসহ আরও নানা কারণে সরকারে বিরোধী আন্দোলনে নামে সেখানকার সাধারণ জনগণ। আন্দোলনে পুলিশের ছোঁড়া রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসের বিপরীতে তারা বোতলভর্তি বালু ও পাথর ছুঁড়ে প্রতিরোধ গড়ে।

২৩. পার্কে পাশাপাশি দুটি শিশু

পাশাপাশি দু’টি শিশু; Photograph: Alex Webb/Magnum Photos

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি পার্কে পাশাপাশি একটি সক্ষম এবং অক্ষম শিশু। ছবিটিতে একই বয়সে দুটি শিশুর জীবনের ভিন্ন দিক প্রকাশ পায়।

২৪. মর্টার দিয়ে শরীর চর্চা

Photograph: Sergey Vaganov/EPA

ইউক্রেনীয় একজন কর্মকর্তা মর্টারে দিয়ে শরীর চর্চা করছেন। মূলত ইউক্রেনে রাশিয়াপন্থি কিছু বিচ্ছিন্নতাবাদীর পক্ষে কাজ করার জন্য এই ফটো সাংবাদিককে জোরপূর্বক নিয়োগ দেয়া হয়।

 

ফিচার ইমেজ- theGuardian.com

Related Articles

Exit mobile version