দেহের ক্ষতি না করেই ফ্লু ভাইরাস ধ্বংসে সক্ষম হবে বিশেষ অতিবেগুনী রশ্মি

  • বিশেষ একধরনের অতিবেগুনী (ইউভি) রশ্মি মানব টিস্যুর ক্ষতি না করেই ফ্লু ভাইরাস ধ্বংস করতে সক্ষম বলে দেখিয়েছেন গবেষকরা।
  • তাদের মতে, এই রশ্মি হাসপাতাল, বিমানবন্দর ও বিদ্যালয়ে ব্যবহারের ফলে ফ্লু ইনফেকশন অনেক কমিয়ে আনা সম্ভব।

কলম্বিয়া ইউনিভার্সিটি আর্ভিং মেডিকেল সেন্টারের একদল গবেষক প্রকাশ করেছেন ‘ফার আল্ট্রাভায়োলেট সি’ নামে একধরনের অতিবেগুনী রশ্মি মানব টিস্যুর ক্ষতি না করেই ফ্লু ভাইরাস ধ্বংস করতে পারে। এটি যদিও নতুন তথ্য নয় যে, বিস্তীর্ণ বর্ণালীর অতিবেগুনী রশ্মি আণবিক বন্ধন অতিক্রম করে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করার ক্ষমতা রাখে। অস্ত্রোপচারের উপকরণ পরিষ্কারে এটি নিয়মিত ব্যবহৃত হয়।

সেন্টার ফর রেডিওলজিকাল রিসার্চ এর পরিচালক এবং এই গবেষণার প্রধান ডেভিড জে ব্রেনার বলেন, “গতানুগতিক জীবাণুনাশক অতিবেগুনী রশ্মি মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এগুলো ত্বকের ক্যান্সার ও চোখে ছানি ফেলতে পারে বলে জনসাধারণের ব্যবহারে বিরত রাখা হয়।” 

এই রশ্মি হাসপাতাল, বিমানবন্দর ও বিদ্যালয়ে ব্যবহারের ফলে ফ্লু ইনফেকশন অনেক কমিয়ে আনা সম্ভব বলে ভাবছেন গবেষকরা; Source: sasint / pixabay

তাই বিস্তীর্ণ বর্ণালীর অতিবেগুনী রশ্মি বিদ্যালয়ে ব্যবহার করা হলে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই গবেষণায় বিস্তীর্ণ বর্ণালীর অতিবেগুনী রশ্মি ব্যবহার না করে ফার আল্ট্রাভায়োলেট সি নামে বিকিরণের সংকীর্ণ বর্ণালী ব্যবহার করা হয়। এই ধরনের রশ্মি অসুস্থতার ক্ষেত্রে কার্যকরী। এটি মানব ত্বকের বাইরের মৃত কোষের স্তর অতিক্রম করতে পারে না বা চোখের স্তর ভেদ করতে পারে না। তাই এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বলে দাবি গবেষকদের।

যদিও এই গবেষণা অনুযায়ী, অল্প পরিমাণে ফার আল্ট্রাভায়োলেট সি রশ্মির ডোজ ফ্লু ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়, তবুও এটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে আরও বেশি অনুসন্ধান চালাতে হবে বলেই ভাবছেন বিজ্ঞানীরা। যদি এটি পুরোপুরিভাবেই প্রতিষ্ঠিত হয় যে, এই ধরনের রশ্মি মানবদেহের কোনো ক্ষতিই না করে ফ্লু ভাইরাস মেরে ফেলতে পারে, তাহলে এটি শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হতে পারে। বিভিন্ন স্থানে মাথার উপরে এই রশ্মির ব্যবস্থা করেই ভাইরাস ধ্বংস করা সম্ভব হবে, যেন এগুলো নতুন করে সংক্রমণ না ছড়াতে পারে।

ফিচার ইমেজ:sasint / pixabay

Related Articles

Exit mobile version