- ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
- পঞ্চম দ্রুততম ব্যাটসম্যান হিসাবে তিনি এই কীর্তি গড়েন।
- ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাদশের বাইরে থাকলেও তৃতীয় ওয়ানডেতে ফিরে এসে অপরাজিত শতক হাঁকান।
- কেন উইলিয়ামসনের ১১২* রানের ইনিংস সত্ত্বেও চার রানে পরাজিত হয় নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরির কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
ইনজুরি কাটিয়ে তৃতীয় ওয়ানডেতে ফিরে দুর্দান্ত এক শতকে দলকে একাই জয়ের বন্দরে পৌঁছে দিচ্ছিলেন কেন উইলিয়ামসন।
ইংল্যান্ডের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ১০৩ রানে ছয় উইকেট খোয়ানোর পর স্যান্টনারের সাথে ৭ম উইকেট জুটিতে ৯৬ রান যোগ দলকে জয়ের স্বপ্ন দেখান উইলিয়ামসন। জয় থেকে ৩৬ রান দূরে রেখে স্যান্টনার ফিরে গেলেও বাকিদের নিয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকেন উইলিয়ামসন।
জয়ের জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিলো ১৫ রান। ওয়াকসের করা শেষ ওভার থেকে ১০ রান তুলতে সক্ষম হয় তারা। কেন উইলিয়ামসনের ১৪৩ বলে ছয়টি চার এবং দুটি ছয়ের মারে ১১২* রানের দুর্দান্ত ইনিংসটি শেষপর্যন্ত বিফলে যায়। তৃতীয় ওয়ানডেতে চার রানের জয় তুলে নিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ইংল্যান্ড।
নিজের দলকে শেষ হাসি হাসাতে না পারলেও ওয়ানডেতে পাঁচ হাজার রানের ক্লাবে যোগদান করেন কেন উইলিয়ামসন। পাঁচ হাজার রান পূর্ণ করার জন্য তার ১৫ রান প্রয়োজন ছিলো। নিউজিল্যান্ডের ইনিংসের ৮ম ওভারের শেষ বলে চার মেরে পাঁচ হাজার রান পূর্ণ করেন তিনি।
কেন উইলিয়ামসন এখন পর্যন্ত ১২৫ ম্যাচের ১১৯ ইনিংসে ৪৭.১৯ ব্যাটিং গড়ে ৫,০৯৭ রান করেন। তিনি ওয়ানডেতে ১১টি শতক এবং ৩৩টি অর্ধশতক হাঁকিয়েছেন। ওয়ানডেতে নিউজিল্যান্ডের ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসাবে পাঁচ হাজার রান পূর্ণ করলেন উইলিয়ামসন। তার আগে স্টিফেন ফ্লেমিং, নাথান অ্যাস্টল, রস টেইলর, ব্রেন্ডন ম্যাককালাম এবং মার্টিন গাপটিল এই কীর্তি গড়েছেন।
১১৯ ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করে সবচেয়ে দ্রুত পাঁচ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চম স্থানে আছেন উইলিয়ামসন। দ্রুততম ব্যাটসম্যান হিসাবে পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন হাশিম আমলা। তিনি ১০১ ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ভিভ রিচার্ডস ও বিরাট কোহলি ১১৪ ইনিংসে এবং ব্রায়ান লারা ১১৮ ইনিংসে পাঁচ হাজার রান করেন।
ফিচার ইমেজ – Getty Images