ভিলিয়ার্সের দিকে বল ছুঁড়ে জরিমানা গুনতে হচ্ছে নাথান লায়নকে

  • আচরণবিধি লঙ্ঘনের জন্য ম্যাচ ফির ১৫% জরিমানা করা হয়েছে অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নকে।
  • নাথান লায়নের নামের পাশে জমা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
  • দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে রান আউট করার পর তার শরীর বরাবর বল ছোঁড়েন লায়ন।
  • এই ঘটনার জন্য ডি ভিলিয়ার্সের কাছে ক্ষমা চেয়েছিলেন লায়ন।
  • ডারবান টেস্টে মাঠ ছাড়িয়ে ড্রেসিংরুমেও বাক্যবিনিময় হয়েছিলো ওয়ার্নার এবং ডি ককের মধ্যে।

অস্ট্রেলিয়ার দেওয়া ৪০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৩৯ রান তুলতেই দুই উইকেট হারায়। এরপর ক্রিজে আসেন প্রথম ইনিংসে অপরাজিত ৭১ রান করা ডি ভিলিয়ার্স। তিনিও বেশি দূর এগোতে পারেননি। লায়নের করা ইনিংসের ১২তম ওভারের শেষ বলে মারক্রামের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন তিনি।

ডি ভিলিয়ার্সকে রান আউট করার জন্য স্ট্যাম্প ভাঙছেন লায়ন; Source: Associated Press

ডেভিড ওয়ার্নার এবং নাথান লায়নের যৌথ প্রয়াসে নামের পাশে কোনো রান যোগ না করেই রান আউট হন ভিলিয়ার্স। ভিলিয়ার্সকে রান আউট করার পর নাথান লায়ন বলটি তার শরীর বরাবর ছুঁড়ে মারেন। ঘটনাটি ম্যাচ রেফারি জেফ ক্রোর দৃষ্টি এড়ায়নি। ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.১.১ নিয়ম ভঙ্গের দায়ে নাথান লায়নকে দোষী ঘোষণা করা হয়। এই নিয়ম ভাঙার সর্বোচ্চ শাস্তি ৫০% ম্যাচ ফি জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট। একজন ক্রিকেটার ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি সীমিত ওভারের ম্যাচ থেকে নিষিদ্ধ হবেন। নাথান লায়নকে অবশ্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি। তার ম্যাচ ফির ১৫% জরিমানা করার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি।

ডারবান টেস্টে বেশ আক্রমণাত্মক ছিলেন ওয়ার্নার; Source: Getty Images

নাথান লায়ন দিনশেষেই তার কৃতকর্মের জন্য ডি ভিলিয়ার্সের কাছে ক্ষমা চেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস অবশ্য মনে করেন, ঘটনাটি সাধারণের চেয়ে বেশি কিছু ছিল না। এটি নিয়ে কোনো অভিযোগও নেই তাদের।

ফিচার ইমেজ: Getty Images

Related Articles

Exit mobile version