লর্ডসে বিশ্ব একাদশের মুখোমুখি হবে উইন্ডিজ

ক্যারিবিয়ানের ক্ষতিগ্রস্ত ক্রিকেট মাঠের সংস্করণের জন্য অর্থ সংগ্রহ করতে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ আগামী ৩১শে মে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব একাদশের বিপক্ষে একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ জমা হবে হ্যারিকেনের প্রভাবে অ্যাঙ্গুইলা ও ডমিনিকার ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামের পুনঃপ্রতিষ্ঠার জন্য গঠিত তহবিলে। গত বছরের সেপ্টেম্বরে হ্যারিকেন ইরমা এবং মারিয়ার আঘাতে ক্যারিবিয়ানের পূর্বাঞ্চল বিধ্বস্ত হয়ে যায়। দুই সপ্তাহের মধ্যে পাঁচবার হ্যারিকেন আঘাত হানলে সেখানে অবস্থিত স্টেডিয়াম দুটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। স্টেডিয়াম দুটির করুণ অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ইংল্যান্ড ক্রিকেট ক্রিকেট বোর্ড।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরুন একান্তভাবে এমসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান।

লর্ডসে ৩১শে মে বিশ্ব একাদশের বিপক্ষে মাঠে নামবে উইন্ডিজ; Source: Twitter.com

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রাভস বলেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং উইন্ডিজ ক্রিকেট বোর্ড সবসময়ই নিজেদের মধ্যে চমৎকার সম্পর্ক উপভোগ করেছে আমরা তাদের এবং ক্যারিবিয়ানের মানুষদের তহবিল গঠন করার উদ্যোগে সহযোগিতা করতে চাই ১৯৬৬ সালে সর্বশেষ লর্ডসে উইন্ডিজ এবং বিশ্ব একাদশের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। ৩১শে মে অনুষ্ঠিত টি-টুয়েন্টি ম্যাচটি ইতিমধ্যে আইসিসি থেকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পেয়েছে। ম্যাচটি সরাসরি দেখাবে স্কাই স্পোর্টস। ২৪শে মে ইংল্যান্ডের ক্রিকেট মৌসুম শেষ হবে পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টের মধ্য দিয়ে। আইপিএলের ১১তম আসর শেষ হবে ২৭শে মে। এর চারদিন পরেই উইন্ডিজ বনাম বিশ্ব একাদশের মধ্যকার টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ফিচার ইমেজ – Twitter

Related Articles

Exit mobile version