- পৃথিবী থেকে দূরতম স্থান থেকে ছবি তোলার রেকর্ড সৃষ্টি করেছে নাসার একটি মহাকাশযান।
- নিউ হরাইজন্স নামের এই মহাকাশযান গত ৫ ডিসেম্বর এ রেকর্ড সৃষ্টি করে বলে জানিয়েছে নাসা।
- এর আগে দীর্ঘ ২৭ বছর ধরে এই রেকর্ডটি ছিল নাসার আরেকটি মহাকাশযান ভয়েজার ১ এর।
নিউ হরাইজন্স মহাকাশযানটি যাত্রা শুরু করেছিল ২০০৬ সালের ১৯ জানুয়ারি। এরপর থেকে এটি বেশ কিছু বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। ২০১৫ সালে এটি প্রথম মকাহাশযান হিসেবে সৌরজগতের দূরতম গ্রহ প্লুটোকে অতিক্রম করে। সেসময় এটি প্লুটো গ্রহের অসাধারণ কিছু ছবি পৃথিবীতে প্রেরণ করেছিল। এরপর মহাকাশযানটি প্লুটো ছাড়িয়ে আরো দূরের দিকে যাত্রা করতে শুরু করে।
গত ৫ ডিসেম্বর পৃথিবী থেকে ৬.১২ বিলিয়ন কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটি ‘উইশিং ওয়েল‘ নামক একগুচ্ছ নক্ষত্রের ছবি তোলে। এটি ছিল পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা অবস্থায় তোলা ছবি। এই দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের তুলনায় প্রায় ৪১ গুণ বেশি। এর মধ্য দিয়ে নিউ হরাইজন্স ভয়েজার ১ এর ২৭ বছরের পুরানো রেকর্ডটি ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি করে।
ভয়েজার ১ এর ছবিটি তোলা হয়েছিল পৃথিবী থেকে ৬.০৬ বিলিয়ন কিলোমিটার দূরে থাকা অবস্থায়। ‘পেইল ব্লু ডট’ নামের ক্ষুদ্র নীল বর্ণের একটি বিন্দুর সেই ছবিটি ছিল আমাদের পৃথিবীর ছবি। ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারির ঐ ছবিটি তোলার পর ভয়েজার ১ এর ক্যামেরাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ বর্তমানে ভয়েজার ১ যে পথ ধরে যাচ্ছে, সেখানে ছবি তোলার মতো উল্লেখযোগ্য তেমন কিছু নেই।
নিউ হরাইজন্সের তোলা এ ছবিটি অবশ্য একই দিনে কয়েক ঘণ্টা আগে এর তোলা আরেকটি ছবির রেকর্ড ভঙ্গ করেছে। এর আগের ছবিটি ছিল ‘কুইপার বেল্ট‘ নামক বরফের পাথরখণ্ডের ছবি। বর্তমানে নিউ হরাইজন্স সুপ্ত অবস্থায় আছে। এ বছরের শেষের দিকে একে পুনরায় সক্রিয় করা হবে। ২০১৯ সালে এটি কুইপার বেল্টে প্রবেশ করবে, যা প্লুটো গহকে ১ বিলিয়ন কিলোমিটার দূরে থেকে আবর্তন করছে।
ফিচার ইমেজ- NASA