- গবেষকগণ আমাদের পরিধেয় কাপড়ের মতো আরামদায়ক স্মার্ট বিদ্যুৎ পরিবাহী পোশাক তৈরির উপায়ের সন্ধান পেয়েছেন।
- একধরনের বিশেষ পদ্ধতির মাধ্যমে তারা বুনন ছাড়া একটি উপাদান আবিষ্কার করেন, যা পরিধান করার জন্য আমাদের স্বাচ্ছন্দ্যের সাথে আপোস করতে হবে না।
- তাদের গবেষণাটি এনপিজে ফ্লেক্সিবল ইলেক্ট্রনিক্স এ প্রকাশিত হয়েছে।
বিগত কয়েক বছরে স্মার্ট ফোন, স্মার্ট হাতঘড়ি এবং স্মার্ট বাসগৃহের উদ্ভব হয়েছে। তাই গবেষকরা এখন স্মার্ট পরিধেয় বস্ত্র আবিষ্কার করার পদ্ধতি খুঁজছিলেন। এজন্য তাদের এমন ফেব্রিক প্রয়োজন যা বিদ্যুৎ পরিবাহী। কিন্ত এ পর্যন্ত তারা যে সকল পোশাক আবিষ্কার করেছে সেগুলো অনমনীয় ও অস্বস্তিকর। সেগুলো প্রতিদিন ব্যবহারযোগ্য নয়।
তবে এবার তারা আমাদের প্রতিদিনের ব্যবহার করার মতো আরামদায়ক স্মার্ট পোশাক তৈরির পদ্ধতি পেয়েছেন। অ্যান্ড্রিয়াস গ্রেইনারের সাথে জার্মানির বৈরুথ বিশ্ববিদ্যালয় এবং চীনের ডংহুয়া ও নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উন্নততর স্মার্ট ফেব্রিকের সন্ধানে লেগে পড়েন। তারা বুনন ছাড়া একধরনের কাপড় তৈরি করেন যা পরতে আরামদায়ক হবে।
বেশিরভাগ স্মার্ট ফেব্রিক তৈরির ক্ষেত্রে যেমনটি করা হয় বিজ্ঞানীরা এখানে তৈরি পোশাকে সেরকম কোনো ধাতুর তার সংযুক্ত করেননি। এর পরিবর্তে তারা একধরনের তরলে ছোট ছোট পলিমার তন্তুর সাথে রূপার তার সংযুক্ত করার বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসা বুনন ছাড়া পদ্ধতি ব্যবহার করেন, যা ইলেক্ট্রো-স্পিনিং নামে পরিচিত। এই মিশ্রনটিকে এরপরে ছেঁকে শুকিয়ে স্মার্ট ফেব্রিক তৈরির জন্য উত্তাপ দেওয়া হয়।
গবেষকদের তৈরি এ উপাদানটির সম্ভাব্য কিছু প্রায়োগিক ক্ষেত্র রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, একখণ্ড পোশাককে সৌর কোষের সাথে সংযুক্ত করে সূর্যের আলোকে তাপে পরিণত করে শীতের সময় ব্যবহার করা যাবে। খেলাধুলার পোশাকের সাথে সেন্সর যুক্ত করলে তা ক্রীড়াবিদদের সুস্থতা চিহ্নিত করতে পারে। এমনকি পকেটে থাকা স্মার্টফোনকেও চার্জ দিতে পারে।
ফেব্রিকটির উপযোগিতা পোশাকের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। গ্রেইনার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে এটিকে প্লেন অথবা গাড়ির আসনের আবরণ হিসেবেও ব্যবহারের পরামর্শ দেন। সেক্ষেত্রে যাত্রীরা তাদের আসন ত্যাগ না করেই সব কিছু চার্জে দিতে পারবেন।
ফিচার ইমেজ: Nanotech Magazine