- মেক্সিকোতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
- হেলিকপ্টারটির যাত্রীদের মধ্যে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঐ এলাকার গভর্নর।
- মন্ত্রী এবং গভর্নর দুর্ঘটনায় বেঁচে গেলেও ছয় মাস বয়সী এক শিশু সহ নিহত হয়েছে ১৪ জন। আহত হয়েছে আরও ১৫ জন।
Mexico earthquake: Helicopter crashes in emergency killing 13 https://t.co/UkvRWVTZ8M
— BBC News (World) (@BBCWorld) February 17, 2018
গতকাল শুক্রবার ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর সরকারি কর্মকর্তারা সামরিক হেলিকপ্টারে চড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে এ ঘটনা ঘটে। এই ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল একটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার। এটি একটি ভ্যানের উপর বিধ্বস্ত হয়। মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো নাভারেতে এবং ওয়াহাকা প্রদেশের গভর্নর আলেহান্দ্রো মুরাত ছিলেন এতে। তারা সামান্য আহত হলেও নিচে অপেক্ষমান ১২ জন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর নিহত হয় আরো দুজন।
নিহতরা মন্ত্রী এবং গভর্নরকে স্বাগত জানানোর জন্য নিচে অপেক্ষা করছিল। কিন্তু হেলিকপ্টারটি অবতরণের সময় ভূমি থেকে ৪০ মিটার উঁচুতে থাকা অবস্থাতেই পাইলট এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি বিধ্বস্ত হয়। মন্ত্রী এবং গভর্নরের মতোই পাইলট নিজে প্রাণে বেঁচে যান। হেলিকপ্টারে থাকা অন্য যাত্রীদের মধ্যে কেউ নিহত হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।
Aerial view of the military helicopter that fell on a van in Santiago Jamiltepec, Oaxaca state, in #Mexico, killing 13 people . A 7.2-magnitude earthquake rattled Mexico causing little damage but triggering a tragedy when a minister’s helicopter crash-landed #AFP @mvazquez71 pic.twitter.com/PWramrtnaO
— Sylvain Estibal (@Sestibal) February 17, 2018
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ভূমিকম্পের কারণে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হেলিকপ্টারটি যখন অবতরণের চেষ্টা করছিল, তখন আকাশ ছিল অন্ধকার। এটি কয়েকবার আকাশে চক্কর দেওয়ার পর নামার চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড ধুলা ওড়ার কারণে চারপাশ আরও অস্পষ্ট হয়ে ওঠে। হেলিকপ্টারটি নিচে অবস্থিত যে ভ্যানটির উপর বিধ্বস্ত হয়, সেটি ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদেরকে নিকটস্থ খোলা মাঠে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল।
উল্লেখ্য, শুক্রবারে মেক্সিকোতে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়াহাকা প্রদেশে। এটি রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানি না ঘটলেও অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকে আহত হয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩৭ কিলোমিটার দূরবর্তী শহর পিনোতেপা দে ডন লুইসে হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনা ঘটে।
ফিচার ইমেজ- AFP