আমেরিকার গোপন সামরিক আস্তানার খোঁজ দিচ্ছে স্ট্রাভা

ফিটনেস ট্র্যাকিং অ্যাপ স্ট্রাভা এবার খোঁজ জানাবে গোপন সামরিক আস্তানার অবস্থান। অ্যাপটির কাজ শরীরচর্চার রেকর্ড রাখা এবং এই তথ্য বিনিময় করা অব্দি থাকলেও সাম্প্রতিক এক ডাটা ভিজুয়ালাইজেশন ম্যাপের মাধ্যমে এর চাইতেও অনেক বেশি কিছু দেখতে পাওয়ার খবর জানিয়েছে অ্যাপটি। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুসারে, ২০১৭ সালের নভেম্বর মাসে চালু হওয়া এই মানচিত্রে এখন অব্দি আপলোড করা প্রায় ৩ লক্ষেরও বেশি মানুষের কর্মকান্ডের তথ্য আছে। প্রায় ২৭ কোটি কিলোমিটার স্থান আছে এর আওতায়। দৌড়ানোর উপযোগী সমস্ত রাস্তা এবং প্রত্যন্ত অঞ্চলে অদ্ভুত শরীরচর্চা করছে এমন মানুষকেও খুঁজতে সক্ষম এই অ্যাপটি স্মার্টফোন এবং ফিটবিটের মতো ফিটনেস ট্র্যাকারে ব্যবহার করা সম্ভব। মোবাইল ফোনের জিপিএস-এর সাহায্য নিয়ে অ্যাপটি তথ্য সংগ্রহ করে। বর্তমানে এর প্রায় ২৭ লক্ষ সাবস্ক্রাইবার আছে। তবে মানচিত্রের ক্ষেত্রে সরাসরি অ্যাপ নয়, বরং ২০১৫-১৭ সালের মধ্যকার তথ্য ব্যবহার করে অ্যাপটি।

স্ট্রাভা হিটম্যাপ; Source: Strava Labs

তবে কয়েক সপ্তাহ ধরে দেখা যায় যে, কেবল এই সাধারণ ব্যাপারগুলোই নয়, একইসাথে বিভিন্ন গোপন সামরিক কর্মকান্ডেরও অত্যন্ত সংবেদনশীল তথ্য প্রদান করছে অ্যাপটি নিজের হিটম্যাপের মাধ্যমে। ব্যাপারটি সর্বপ্রথম নজরে আসে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইন্সটিটিউট ফর ইউনাইটেড কনফ্লিক্ট এনালিস্টসের কর্মী নেথান রুসারের। পরিষ্কারভাবে সেখানে সামরিক কর্মকর্তাদের শরীরচর্চার উপরে ভিত্তি করে তাদের অবস্থান বোঝা যাচ্ছিল মানচিত্রে। ব্যাপারটি যে ভয়ংকর সেটা বুঝতে বেশি সময় লাগেনি নেথানের। সামরিক আস্তানার অবস্থান অন্যভাবে বোঝা গেলেও, এর মধ্যে কোন রাস্তাটি সর্বোচ্চ সংখ্যকবার ব্যবহৃত হয়েছে কিংবা কোন রাস্তায় এখন সৈনিকরা আছেন সেটা কেবল এই মানচিত্রের মাধ্যমেই বোঝা যায়। বর্তমানে প্রযুক্তি প্রতিটি দেশের পরবর্তী কর্মকান্ড পরিচালনায় প্রভাব রাখছে। ইউক্রেন কিংবা সিরিয়ায় রাশিয়ান সৈনিকদের খোঁজ পাওয়া গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা।

স্ট্রাভা অ্যাপে ‘প্রাইভেসি’ ব্যবহারের সুযোগ আছে। এমনকি সেটা ব্যবহার না করেও নির্দিষ্ট স্থানে গোপনীয়তা বজায় রাখা সম্ভব। স্ট্রাভা এখনো এ ব্যাপারে তেমন কিছু বলেনি। তবে ব্যবহারকারী ও প্রতিষ্ঠান সতর্ক হলেও খানিকটা চেষ্টা করলেই হ্যাকার নিশ্চয়ই তথ্য খুঁজে বের করতে পারবে। আর সেটাই এখন অনেক বেশি চিন্তার। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র মাজ অদ্রিসিয়া হ্যারিস এ বিষয়ে জানিয়েছেন, ব্যাপারটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রশিক্ষণ ও নিয়মাবলীর কোনো দরকার আছে কিনা তা দেখা হচ্ছে। যুক্তরাষ্ট এর পূর্বেও এ ধরনের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। ২০১৬ সালে পোকেমন গো খেলাটিকে সরকারি মোবাইল থেকে নিষিদ্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

স্ট্রাভা হিটম্যাপ, পেন্টাগন; Source: Business Insider

ফিচার ইমেজ: Strava Labs

Related Articles

Exit mobile version