মানুষের জীবন বড়ই অদ্ভুদ। কেউই জানে না তার জীবনের শেষে কোথায় গিয়ে ভিরবে জীবনতরী কিংবা অন্যভাবে বললে মানুষ যেভাবে ভাবে কখনোই ভবিষ্যৎ সেভাবে ধরা দেয় না। কিন্তু তবুও মানুষের জীবন থেমে থাকে না। তাকে ছুটে চলতে হয়, ভাল থাকতে হয়। পূর্ণ করতে হয় জীবনের চাওয়া পাওয়াগুলোকে। বলা হয়ে থাকে, “কখনও কখনও ভুল ট্রেনও আপনাকে সঠিক গন্তব্যে পৌছে দিতে পারে।” এই কথাটি নেওয়া হয়েছে মানুষের জীবন নিয়ে করা রিতেশ বাত্রার ব্যতিক্রমধর্মী একটি সিনেমা ‘দ্য লাঞ্চবক্স’ থেকে। অনেক সিনেমাই তো জীবন নিয়ে করা হয়, কিন্তু এই সিনেমার ব্যতিক্রমটা কোথায় কিংবা কেন সমালোচকদের কাছেও বাহবা কুড়ানো সিনেমাটি বক্স অফিসেও করেছে রেকর্ড ভাঙা সাফল্য? চলুন গল্পটা শুনে আসা যাক।