নো টাইম টু ডাই: ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা
‘নো টাইম টু ডাই’ দিয়ে শেষ হলো জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের ১৫ বছর দীর্ঘ যাত্রা। ‘নো টাইম টু ডাই’ নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি নিয়ে। লুইস স্যান্ডগ্রেন অসাধারণ কাজ করেছেন। সিনেমাটি দেখার সময়ে প্রতিটি ফ্রেমে তার উপস্থিতি অনুভব করা যায়। বিশেষ করে ইতালির ব্রিজের উপরের দৃশ্য ও নরওয়ের বনের দৃশ্যের খুঁটিনাটি এত নিখুঁতভাবে পর্দায় উপস্থাপন করেছেন যা এককথায় দুর্দান্ত।