Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

প্রাচীন অস্ট্রেলিয়ার বাস্তুসংস্থান ধ্বংসের জন্য কে দায়ী?

বুদ্ধিবৃত্তিক বিপ্লবের পর হোমো স্যাপিয়েন্সরা প্রযুক্তি ও সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে বহির্বিশ্বে বসতি গড়ার দূরদর্শিতা অর্জন করে। এর আগে শুধু তারা আফ্রো-এশিয়ার স্থলভূমিতেই বাস করত। বুদ্ধিবৃত্তিক বিপ্লবের আগ পর্যন্ত সাঁতার কেটে বা ভেলা বানিয়ে স্বল্প দূরত্বের দ্বীপে নিজেদের পদচিহ্ন রেখে যেতে পারলেও, তখনো তারা বিস্তীর্ণ জলরাশির খোলা সমুদ্র পাড়ি দেওয়ার দক্ষতা অর্জন করে উঠেনি। তাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, নিউজিল্যান্ড বা হাওয়াই দ্বীপপুঞ্জ ছিল তখনো হোমো স্যাপিয়েন্সদের ধরাছোঁয়ার বাইরে।

কিন্তু বুদ্ধিবৃত্তিক বিপ্লবের পর সহসা পালটে যায় সে চিত্রপট। আজ থেকে প্রায় ৪৫ হাজার বছর পূর্বে মানবজাতি অস্ট্রেলিয়ায় উপনিবেশ স্থাপনের মাধ্যমে সফলতার মাইলফলক স্থাপন করে। স্যাপিয়েন্সদের এই সাফল্যগাথার সুনিপুণ বিবরণ দিতে গিয়ে বিশেষজ্ঞদের বিস্তর বেগ পোহাতে হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়াতে পদার্পণ করতে গিয়ে স্যাপিয়েন্সদের বহু সামুদ্রিক প্রণালী পাড়ি দেওয়ার প্রয়োজন হয়েছিল। এর মধ্যে কোনো কোনো প্রণালীর প্রস্থ ছিল শতাধিক কিলোমিটারেরও বেশি। বিজ্ঞানীদের সবচেয়ে গ্রহণযোগ্য তথ্যানুসারে, ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে বসবাসকারী স্যাপিয়েন্সদের মধ্যেই সর্বপ্রথম সমুদ্রচারী সমাজের উদ্ভব ঘটে। তাদের সমুদ্র বিষয়ক জ্ঞান ও দক্ষতায়ই তাদের দূরপাল্লার জেলে, বণিক, কিংবা দূরপাল্লার অভিযাত্রী হিসেবে গড়ে তুলেছিল। সেই বিদ্যা ও দক্ষতার কাঁধে ভর দিয়েই তারা অস্ট্রেলিয়ায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। হোমো স্যাপিয়েন্সদের এই সাহসী পদক্ষেপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। কারণ, মানুষ তখন শুধু তাদের চিরপরিচিত আফ্রো-এশিয়ার বাস্তুসংস্থান ছেড়েই আসেনি, বরং বড় আকারের কোনো স্তন্যপায়ী প্রাণীর পক্ষে হাজার হাজার ক্রোশ জলপথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার প্রথম দৃষ্টান্ত ছিল সেটাই।

অস্ট্রেলিয়ায় হোমো স্যাপিয়েন্সরা উপনিবেশ গেড়েছিল প্রায় ৪৫ হাজার বছর আগে; Image Source: Sovereign Union

অস্ট্রেলিয়ার বালুময় সমুদ্রতীরে মানুষের প্রথম পদচিহ্ন পড়ার পরেই মানুষ সেখানে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এক বাস্তুসংস্থানের দেখা পায়, যা তাদের জন্য একেবারে নতুনই বলা চলে। বিস্তীর্ণ বেলাভূমি ছেড়ে মানুষ যত সামনের দিকে এগোতে থাকে, ততই তারা মুখোমুখি হতে থাকে অজানা সকল প্রাণীর। সম্পূর্ণ অপরিজ্ঞাত এই মহাদেশের আকাশে উড়ে বেড়ানো পক্ষীকুল আর বুকে ভর দিয়ে হাঁটা সরীসৃপেরা বাদে বাকি প্রায় সব প্রাণীই ছিল ক্যাঙ্গারুর মতো মারসুপিয়াল। মারসুপিয়াল হচ্ছে সেসব প্রাণী, যারা ক্ষুদ্র, অসহায় ও ভ্রূণ-সদৃশ শাবক জন্ম দিয়ে, শাবককে নিজেদের উদরের কাছে অবস্থিত থলের মধ্যে রেখে মাতৃস্তনে লালন করে। আফ্রিকা বা এশিয়াতে কোনোদিন মারসুপিয়াল দেখা না গেলেও, অস্ট্রেলিয়াতে তখন সংখ্যার দিক দিয়ে তাদের একচেটিয়া আধিপত্য।

তৎকালীন অস্ট্রেলিয়ার মাটিতে হরহামেশাই দেখা মিলত দু’শ কেজি ওজনের ক্যাঙ্গারুর, যারা লম্বায় ছিল প্রায় দুই মিটার। ওই মহাদেশ দাপিয়ে বেড়াতো মারসুপিয়াল সিংহ, যারা ছিল তখনকার সর্ববৃহৎ শিকারি প্রাণী। উড়তে অক্ষম উটপাখির দ্বিগুণ আকারের একদল পাখির ধুমধাম পদশব্দে মুহূর্তেই ভেঙে যেত প্রকৃতির সকল নিস্তব্ধতা। বনে-জঙ্গলে নির্ভয়ে ঘুরে বেড়াত দানবাকৃতির প্রাণী ডাইপ্রোটোডন। তাদের একেকটির গড় ওজন ছিল প্রায় আড়াই টনের কাছাকাছি। ঝোপের আড়ালে সতর্ক দৃষ্টি ও নিঃশব্দে এগিয়ে যেত ড্রাগন-সদৃশ গিরগিটি কিংবা পাঁচ মিটার লম্বা সাপ।

শিল্পীর তুলিতে দৈত্যাকার ডাইপ্রোটোডন; Image Source: Laurie Beirne

স্যাপিয়েন্সরা অস্ট্রেলিয়ায় বসতি গড়ার কয়েক হাজার বছরের মধ্যেই বিলুপ্তির খাতায় নাম উঠে যায় প্রায় সবগুলো দৈত্যাকৃতির প্রাণীর। অস্ট্রেলিয়াতে তখন পঞ্চাশ কেজির বেশি ওজনের চব্বিশ প্রজাতির প্রাণী বাস করত, যার মধ্যে তেইশটি প্রজাতিই বিলুপ্ত হয়ে যায়। অপেক্ষাকৃত ছোট আকৃতির অসংখ্য প্রজাতিও বিলুপ্তির এই ঘূর্ণিপাকে অস্ট্রেলিয়া থেকে বিলীন হয়ে যায়। লক্ষ লক্ষ বছর ধরে তিল তিল করে গড়ে উঠা অস্ট্রেলিয়া মহাদেশের বাস্তুসংস্থানের খোলস কয়েকশত বছরের মধ্যেই ভেঙে যায়। হোমো স্যাপিয়েন্স দ্বারা গড়ে উঠে সম্পূর্ণ নতুন এক বাস্তুসংস্থান। কিছু পণ্ডিত নিজ প্রজাতিকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে, আবহাওয়া ও জলবায়ুর ঘাড়ে সকল দোষের বোঝা চাপিয়ে দেন। তবে হোমো স্যাপিয়েন্সরা যে নিরপরাধ নয়, অন্তত তিনটি জোরালো সাক্ষ্য-প্রমাণ ভিত্তিতে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে।

মানুষ কর্তৃক বৃহৎ প্রাণী শিকার; Image Source: Zdenek Burian

প্রথমত, ৪৫,০০০ বছর আগে অস্ট্রেলিয়া কোনো জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হলেও, সেটাকে উল্লেখযোগ্য কোনো বিপর্যয়ের কাতারে ফেলা যায় না। কারণ, পৃথিবীর জলবায়ু সদা পরিবর্তনশীল। এই সুজলা-সুফলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ অবধি অসংখ্য শীতল ও উষ্ণকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। বিজ্ঞানীদের তথ্যমতে, গত দশ লক্ষ বছর যাবত, গড়ে প্রতি এক লক্ষ বছরে পৃথিবী একটি করে তুষার-যুগ দেখেছে। সর্বশেষ তুষার-যুগ প্রায় ৭৫,০০০ বছর আগ থেকে শুরু হয়ে ১৫,০০০ বছর আগ পর্যন্ত স্থায়ী ছিল। দানবাকৃতির ডাইপ্রোটোডন অস্ট্রেলিয়া মহাদেশে আবির্ভূত হয়েছিল প্রায় ১৫ লক্ষ বছর আগে। ৭০ হাজার ও ২০ হাজার বছর আগের শৈত্য তীব্রতার দুইটি সর্বোচ্চ বিন্দুসহ অন্তত দশটি তুষার-যুগের কণ্টকাকীর্ণ পথ তারা বেশ সাফল্যের সাথে পাড়ি দিয়েই পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিল। কিন্তু ঠিক কী কারণে ৪৫ হাজার বছর আগে এরা প্রকৃতি থেকে হঠাৎ বিলীন হয়ে গেল? বৃহৎ প্রাণী হিসেবে যদি শুধু ডাইপ্রোটোডনরাই বিলুপ্ত হতো তবে তাকে নিছক ‘প্রাকৃতিক দুর্ঘটনা’ শিরোনামে চালিয়ে দেওয়া যেত। কিন্তু ডাইপ্রোটোডনদের সাথে বিলুপ্তির রথে চড়ে অস্ট্রেলীয় মেগাফনা (অস্ট্রেলিয়া মহাদেশের যেসব প্রাণীর ওজন ১০০০ কেজিরও বেশি) নিশ্চিহ্নের পথে রওনা দিয়েছে। বিশ্বাস করা কঠিন হলেও, ঠিক ওইসময়টাতেই তাদের বিলুপ্ত ঘটেছিল, যখন হোমো স্যাপিয়েন্সরা সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া মহাদেশে নিজেদের উপনিবেশ স্থাপন করেছিল।

বরফ যুগ; Image Source: Xiataptara/ArtStation

দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের কারণে মেগাফনারা বিলুপ্ত হয়েছে- তর্কের খাতিরে তা মেনে নিলেও, সেখানে ভজকট পাকিয়ে বসে জলের জীবেরা। ৪৫ হাজার বছর আগে ডাঙাকে বিলুপ্তির কালো থাবা আস্বাদন করলেও সামুদ্রিক প্রাণীদের বিলুপ্ত হবার কোনো প্রমাণ পাওয়া যায় না। কারণ, স্থলভাগে হোমো স্যাপিয়েন্সরা রীতিমতো মূর্তিমান আতঙ্কের রূপ ধারণ করলেও, জলের কাছে তারা ছিল নেহাত বাচ্চা-শিশু। তখন সবেমাত্র জলপথে দিক নির্ণয়ের দক্ষতা খানিক প্রস্ফুটিত হচ্ছিল।

অস্ট্রেলিয়ান মারসুপিয়াল; Image Source: Tumblr

তৃতীয়ত, যখন মানুষ নতুন কোনো জায়গায় উপনিবেশ গেড়েছে, তখনই সেখানকার বাস্তুসংস্থানের খোলনলচে পালটে দিয়ে গণ-বিলুপ্তি ঘটিয়েছে অধিকাংশ মেগাফনার। অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের কথাও উদাহরণ হিসেবে তুলে ধরা যাক। ৪৫ হাজার বছর আগের তথাকথিত জলবায়ু বিপর্যয়ের ধাক্কা সামলে সগৌরবে টিকে ছিল নিউজিল্যান্ডের বাস্তুতন্ত্র। কিন্তু মানুষ সে দ্বীপে পা রাখার পরই অনেক প্রাণী উধাও হয়ে যায়। নিউজিল্যান্ডের প্রথম দখলদার স্যাপিয়েন্স হিসেবে খ্যাত ৮০০ বছর আগে মাওরিরা সেখানে পৌঁছেছিল। সেখানকার বেশিরভাগ স্থানীয় মেগাফনার পাশাপাশি ৬০% পাখির বিলুপ্তি ঘটতে সময় লেগেছিল হাতে গুনে মাত্র কয়েক শতাব্দী। মনে প্রশ্ন আসতে পারে, ৪৫ হাজার বছর আগে মানবজাতির কাছে এতো উন্নতি প্রযুক্তি বা অস্ত্রশস্ত্র ছিল না। তাহলে তারা কীভাবে প্রস্তর যুগের ঠুনকো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাস্তুসংস্থানের উপর এমন তাণ্ডবলীলা চালাতে সক্ষম হলো? এই তিনটি যুতসই ব্যাখ্যা বিশ্লেষকরা দিয়েছেন।

প্রাচীন অস্ট্রেলিয়ার জীববৈচিত্র্য; Image Source: Griffith University

প্রথমত, এই গণহত্যার প্রথম ভুক্তভোগী ছিল বৃহৎ আকারের প্রাণীরা, যাদের প্রজনন প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির। সীমিত সংখ্যক শাবক জন্মদানের পাশাপাশি পর পর দুইবার গর্ভধারণের মধ্যবর্তী ব্যবধানও ছিল দীর্ঘ সময়ের। হোমো স্যাপিয়েন্সরা যদি কয়েকমাস অন্তর অন্তর একটি করে ডাইপ্রোটোডন খুন করে থাকে, তাহলে গাণিতিক হিসাবানুযায়ী মৃত্যুহার জন্মহারকে ছাড়িয়ে যাবে। বিশাল-বপু এই ডাইপ্রোটোডন ও মেগাফন শিকার করাও প্রস্তরযুগের মানু্ষের জন্য তেমন দুঃসাধ্য কাজ ছিল না। নিজেদের চেয়ে ছোট, দু’পেয়ে হোমো স্যাপিয়েন্স থেকে তারা কোনো আক্রমণের আশঙ্কাই করেনি আদতে। প্রথম দেখাতে মানুষদের কোনো বিপজ্জনক প্রাণী বলে মনে হয়নি তাদের। কারণ, হোমো স্যাপিয়েন্সদের না ছিল পেশিবহুল বিশাল শরীর, না ছিল তীক্ষ্ম দাঁত, বা কোনো ক্ষিপ্র থাবা। তাই, পৃথিবীর বুকে ডাইপ্রোটোডন ও মেগাফনেরা যখন সর্বপ্রথম মানুষের দেখা পায়, তখন হয়ত তারা মানুষকে বানর সদৃশ এক মামুলি প্রাণী হিসেবেই গণ্য করেছিল। হয়তো তারা মানুষের দিকে এক পলক তাকিয়েই আবার ঘাসপাতা চিবানোতে মন দিয়েছিল। কিন্তু মানবজাতির এই বিধ্বংসী মনোভাব বুঝার আগেই তাদেরকে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হয়েছে।

অস্ট্রেলিয়ান মেগাফনা; Image Source: Peter Trusler/Monash University

দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী, মানুষ যখন অস্ট্রেলিয়ায় পা রেখেছিল, ততদিনে তারা আগুনের ব্যবহার বেশ ভালোভাবেই রপ্ত করে ফেলেছে। দুর্ভেদ্য ও ঘন সন্নিবিষ্ট বনভূমিকে তৃণভূমিতে পরিণত করার জন্য তারা সেই স্থানগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিত। কারণ, উন্মুক্ত তৃণভূমি ছিল শিকারের জন্য বেশ আদর্শ জায়গা। কিছু উদ্ভিজ্জ ফসল এই ব্যাখ্যার পক্ষে সাক্ষ্য দিয়ে তা আরও পাকাপোক্ত হিসেবে প্রমাণ করে। যেমন, ৪৫ হাজার বছর আগে অস্ট্রেলিয়াতে ইউক্যালিপটাস উদ্ভিদ একপ্রকার দুষ্প্রাপ্যই ছিল। হোমো স্যাপিয়েন্সদের আগমনের ফলে ইউক্যালিপটাস উদ্ভিদের সংখ্যা অস্ট্রেলিয়ায় দ্রুত হারে বাড়তে থাকে। কারণ, বনভূমিতে আগুন দেওয়ার ফলে অন্যান্য বৃক্ষ ও গুল্মরাজি বিলুপ্ত হলেও, আগুন প্রতিরোধী হওয়ায় ইউক্যালিপটাস দূর-দূরান্তে ছড়িয়ে পড়তে পেরেছিল। তখন ইউক্যালিপটাস গাছের উপর নির্ভরশীল কোয়ালারা বেঁচে থাকতে পারলেও, হারিয়ে গেছে বৃক্ষ ও গুল্মরাজির উপর নির্ভরশীল অন্যান্য প্রাণীকুল। খাদ্য শৃঙ্খল ভেঙে যাওয়ায় প্রাণীরা মুখোমুখি হয়েছিল এক ভয়াবহ বিপর্যয়ের।

ইউক্যালিপটাস; Image Source: Needpix

তৃতীয় ব্যাখ্যাটি অবশ্য মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো থেকে কিছুটা রেহাই দিয়েছে। শিকার ও আগুনের পরিচর্যা গণ-বিলুপ্তির পিছনে বৃহৎ ভূমিকা পালন করলেও, জলবায়ু পরিবর্তনকেও সম্পূর্ণভাবে অবজ্ঞা করা যায় না। ৪৫ হাজার বছর আগে অস্ট্রেলিয়াতে সংঘটিত জলবায়ুর পরিবর্তন সেখানকার বাস্তুতন্ত্রকে ভারসাম্যহীনতা ও অস্থিতিশীলতা দিকে ঠেলে দিয়েছিল। এর পূর্বে শুধু জলবায়ু বিপর্যয়ের ধাক্কা সামাল দিয়ে উঠতে পারলেও, জলবায়ু পরিবর্তন ও হোমো স্যাপিয়েন্সদের উপস্থিতি- দুটো নিয়ামকের উপস্থিতি বৃহদাকারের প্রাণীগুলোর উপর বিভিন্ন দিক থেকে আঘাত হানে।

নারাকর্টে গুহায় থাইলাকোলিওর কঙ্কাল; Image Source: Wikimedia Commons.

তবে আরও প্রমাণ দরকার। বিস্তারিত প্রতিপাদন না পাওয়া পর্যন্ত উপসংহারে পৌঁছানো যাবে না যে এই তিনটির মধ্যে কোনটিই আসলে ঘটেছিল। তবে হোমো স্যাপিয়েন্সরা অস্ট্রেলিয়ায় বসতি না গাড়লে, অস্ট্রেলিয়া মহাদেশ হয়তো এখনো ডাইপ্রোটোডন, মেগাফন, মারসুপিয়াল সিংহ বা দৈত্যাকৃতির ক্যাঙ্গারুর অভয়াশ্রম হয়ে থাকত- এমনটাই অধিকাংশ গবেষক ও বিজ্ঞানীদের বিশ্বাস।

Related Articles