সূর্যের ঘটনাবহুল জীবন: ধূলিময় নেবুলা থেকে অতিকায় হীরকখন্ড (পর্ব ১)
বর্তমানে সূর্যের যা ঔজ্জ্বল্য, আগামী ১০০ মিলিয়ন বছরে তা ১% বৃদ্ধি পাবে। আর ১.১ বিলিয়ন বছর পরেই তা বৃদ্ধি পাবে ১০%। ঔজ্জ্বল্য বাড়ার সাথে সাথে খুব স্বাভাবিকভাবেই তাপও বৃদ্ধি পাবে। সূর্যের তাপ একটু এদিক ওদিক হলেই আমাদের জীবনযাপন দূর্বিষহ হয়ে পড়ে, আর ১০% বৃদ্ধি পেলে এখানে কোন জীবের বেঁচে থাকাটাই অসম্ভব। পৃথিবী তখন জ্বলে পুড়ে পরিণত হবে মৃত এক গ্রহে।