ডিংকা: দক্ষিণ সুদানের সর্ববৃহৎ জাতিগোষ্ঠী
প্রজাতন্ত্রী সুদানের বৃহত্তম নৃগোষ্ঠীর একটি হচ্ছে এই ডিংকা। হাজার বছর আগে মিশরীয় এবং পরবর্তীতে গ্রীক পরিব্রাজক এবং ভূগোলবিদদের মাধ্যমে ডিংকাদের পরিচিতি পেয়েছিল বিশ্ববাসী। ডিংকারা মুলত নাইলোটিক সংস্কৃতির অন্তর্ভূক্ত। যাদের সবাইই বর্তমানে দক্ষিন সুদানে বসবাস করে।