আইপিএল সপ্তাহান্তের খেরোখাতা: পর্ব ৪
উইকেট হবে ধীর, খেলার গতি-প্রকৃতি নির্ধারিত হবে স্পিনারদের হাতেই, জয়ের জন্যে ১৬০-১৭০ রানই হবে যথেষ্ট; আইপিএলটা এবারে আমিরাতে হচ্ছে বলে এমন কিছুর শঙ্কা ছিল শুরু থেকেই। শুরুর তিন সপ্তাহে শঙ্কাগুলোর বাস্তব প্রতিফলন না ঘটলেও চতুর্থ সপ্তাহে এসে সেটাই হয়ে গিয়েছে নিয়তি।