চেতন ভগত। ভারতের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ভাষার উপন্যাসিক। পাশাপাশি তিনি একজন কলামিস্টও। সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পত্রিকায় লেখেন। আর এসব লেখনীর মাধ্যমে তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করেন ভারতীয় তরুণ সমাজের উপর, যারা তারা উপন্যাসের পাগল ভক্ত। চলমান করোনাকালে সেই তরুণ সমাজকে সাবধান করেই একটি নতুন কলাম লিখেছেন তিনি, যা নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলুন দেখা যাক, কী বার্তা তিনি দিয়েছেন এই কলামের মাধ্যমে।