বর্ণবাদ এবং একজন বাসিল ডি’অলিভিয়েরা
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান ধরে আজ আন্দোলন হচ্ছে খুব, মাঠে হাঁটু গেড়ে বসে তার সঙ্গে সংহতি জানাচ্ছেন ক্রিকেটাররাও। কিন্তু, এতেই কি ক্রিকেট থেকে বর্ণবাদের বিষবাষ্প দূর হয়ে গেল? বর্ণবাদের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক যে অর্ধশতাব্দী পুরোনো।