শত শত বছর ধরে স্থানীয় আমেরিকানদের বাসস্থান হলেও ইউরোপীয় অভিযাত্রিকদের নিকট ষোড়শ শতাব্দীতে এই গিরিখাত, যার নাম গ্র্যান্ড ক্যানিয়ন যখন দৃষ্টিগোচর হয়, তখন থেকে এটি প্রকৃতির অন্যতম সপ্তাশ্চর্যে পরিণত হয়ে যায়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোর একটি। এখানে একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির যুগেও নেই মোবাইল নেটওয়ার্ক। এখনও খচ্চরে চড়ে স্থানীয়রা ডাক বিলির মাধ্যমে যোগাযোগ করে থাকে।