লোকি: আশ্চর্য বৈশিষ্ট্যের এক নর্স দেবতা
বাস্তব অর্থে লোকি দেবতাদের পক্ষেও না; বিপক্ষেও না। ভালোও কিংবা মন্দ দিয়ে তাকে ব্যাখ্যা করা যাবে না। এই আদর্শ ও অস্থিরতা বিশ্বাসীদের সামনে নতুন এক সত্য উদ্ভাসিত করে। ‘ভালো আর খারাপের মধ্যকার সীমানা যতোটুকু ভাবা হয়; তার চেয়ে অনেক বেশি পাতলা।’