প্রাচীন সভ্যতার সৃষ্টিগাথা (শেষ পর্ব): সূর্যোদয়ের ভূমি
জাপানের সুপ্রাচীন সভ্যতার প্রধান ধর্ম শিন্টো। এতে বর্ণিত হয়েছে, কীভাবে স্বর্গ ও পৃথিবী আলাদা হয়ে পৃথিবীর সাগরে জাপানের উৎপত্তি হয়, কীভাবেই বা জাপানের প্রথম সম্রাট ও তার পরিবার শাসনের সূচনা করেন। চমকপ্রদ এই কাহিনী অন্যান্য সৃষ্টিগাথার মতই নানা বৈচিত্র্যপূর্ণ ঘটনায় পরিপূর্ণ।