‘দ্বৈরথ’ শব্দটি সামনে এলেই ভেসে আসে দু’দলের তুমুল সংঘর্ষের প্রতিচ্ছবি। কার থেকে কে বেশি সেরা, তা নিয়ে চলে যেন এক গ্রীস ও ট্রয়ের উপাখ্যান। প্রকৃতির নিয়মটাই যেন এভাবে লিপিবদ্ধ করা যে, দ্বৈরথের লড়াইটা হতে হবে বাঘে-মহিষে। সেজন্যই খেলার মাঠে বারবার প্রশ্ন উঠে আসে, কে সেরা? মেসি না রোনালদো? ব্রাজিল না আর্জেন্টিনা? রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা? ভারত না পাকিস্তান? আর খেলার বাইরেও আছে! ফোর্ড না ফেরারি? কোক না পেপসি? স্যামসাং না অ্যাপল? এ-তো কেবল তুলনা নামক বৃক্ষের পাতা ধরে টান দিলাম। আরও নাড়াচাড়া করলে বেরিয়ে আসবে এরকম শ’খানেক তুলনা করার জিনিস।
প্রত্যেক দলের সমর্থকেরাই তর্ক-বিতর্কের মাধ্যমে নিজের দলের পাল্লা ভারী করতে সদা প্রস্তুত। সুযোগ পেলে তুলা-ধুনা করতেও ছাড় দেয় না! তেমনি কমিকস জগতেও সেই চল্লিশের দশক থেকেই দ্বৈরথের বৈঠা টেনে আনছে ডিসি ও মারভেল নামের আলাদা আলাদা দুই আমেরিকান কমিকবুক কোম্পানি। কমিকস বইকে জনপ্রিয় করে তুলতে দু’দলই পাঠকদের উপহার দিয়েছে হাজার-হাজার কাল্পনিক চরিত্র। তবে, ডিসি ও মারভেল উভয়ই এমন কিছু চরিত্র পাঠকদের সামনে এনেছে, যা নানা সময়ে বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে। উভয় প্রকাশনাই একজন আরেকজনের চরিত্র থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন চরিত্রের জন্ম দিয়েছে। সেই থেকেই ভক্তদের মধ্যে জন্ম নিয়েছে এক ব্যতিক্রমী দ্বন্দ্বের, কে বেশি কার থেকে ভাল্কো বা কে বেশি অরিজিনাল- তা নিয়ে। তবে পাঠকদের অগোচরে প্রকাশনাগুলো নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখেছে ঠিকই। তবে ডিসি নাকি মারভেল, এদের মাঝে কে সেরা, সেই আলোচনায় আজ আমরা যাব না। আজ শুধু আলোকপাত করব ডিসি মারভেল থেকে কোন কোন চরিত্রে অনুপ্রাণিত হয়ে নিজেদের ভক্তকূলকে কী কী চরিত্র উপহার দিয়েছে, তা নিয়ে।