অ্যাডলফ তোলকাচেভ : দ্য বিলিয়ন ডলার স্পাই (তৃতীয় পর্ব)
কেস অফিসার গাড়ীর মধ্যেই রাশিয়ান কোট ও টুপি পড়ে স্থানীয় কোনো লোকের বেশ ধরে গণপরিবহনে উঠে তোলকাচেভের সাথে দেখা করার স্থানে চলে যেতেন৷ তবে এর আগে নিশ্চিত হতেন যে তাকে এখনো নজরদারি করা হচ্ছে কিনা। এরপর কাজ শেষ করে তিনি আবারো গণপরিবহনে করে দূতাবাসে ফিরতেন।