ভাস্করাচার্যের ‘সিদ্ধান্ত শিরোমনি’: প্রাচ্যের মহামূল্যবান গণিত ও বিজ্ঞানশাস্ত্র
প্রাচ্যের জ্ঞান ও বিজ্ঞানের অগ্রগতির ইতিহাস আমরা ক’জনই বা জানি! দক্ষিণ এশিয়ার মানুষ সেই হাজারখানেক বছর আগে শুধু শূন্যই আবিষ্কার করেনি, দর্শনের সাথে সাথে এগিয়ে গেছে গণিত, বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রেও।তেমনি একটি গ্রন্থ ‘সিদ্ধান্ত শিরোমনি’। গণিত ও জ্যোতিষশাস্ত্র নিয়ে লিখা অসাধারণ এ বইটি এখনো আধুনিক বিজ্ঞানীদের মাঝে সমানভাবে সমাদৃত হয়ে আসছে।