ফুটবলে গত দশকের সাফল্যমণ্ডিত কিছু ফ্রি ট্রান্সফার
দল-বদলের বাজারে বিনামুল্যে খেলোয়াড় পাবার হার বেশ কম। কিন্তু এরপরও এমন কিছু ফ্রি ট্রান্সফার হয়েছে এবং তারা ক্লাবকে যেভাবে সাফল্য এনে দিয়েছে, তা একজন ১০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ দিয়ে কেনা খেলোয়াড় এনে দিতে পারবে কিনা সন্দেহ। আজ সেই গল্পই বলবো।