এই বিশ্বকাপে স্বপ্নের মত এক পথচলার স্বাদ পাচ্ছিলেন অ্যাটলাসের সিংহরা। সেমিফাইনালে তাদের মুখোমুখি হয় শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স। আন্ডারডগ হিসেবে খেলে এপর্যন্ত তারা হারিয়েছিল আরো ৩ শিরোপার দাবিদারকে। কিন্তু তাদের এই স্বপ্নযাত্রা থেমে যায় ফরাসীদের সামনে। কিভাবে ফ্রান্সের কাছে পরাস্ত হল তারা? কি ছিল ফ্রান্সের যা অন্য দলগুলোর ছিল না?
