কেন বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি?
২০১৯ গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট এ শহরকে রেখেছে ১৮তম অবস্থানে, যে তালিকায় প্রথম স্থানে রয়েছে সিলিকন ভ্যালি, দ্বিতীয় স্থানে নিউ ইয়র্ক, আর তৃতীয় স্থানটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে লন্ডন ও বেইজিং। এছাড়া জেএলএল ২০১৭ সিটি মোমেন্টাম ইনডেক্স তো প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতার উপর ভিত্তি করে বেঙ্গালুরুকে দিয়েছিল বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহরের খেতাবও।