ভিনসেন্ট ভ্যান গগ-এর খ্যাতির আড়ালের গল্প
জীবিত অবস্থায় স্বীকৃতি না পাওয়া জগৎ বিখ্যাত চিত্রকার ভিনসেন্ট ভ্যান গগ। এই কিংবদন্তী শিল্পী নিজের কীর্তিগাথার জয়জয়কার কিছুই নিজে দেখে যেতে পারেননি। তার আগেই আত্মহত্যা করে পরপারে পাড়ি জমিয়েছেন। শুধুমাত্র আঁকার জন্যই বিখ্যাত নন, নিজের জীবনের সংগ্রামী লড়াইয়ের জন্যও পরিচিত ভ্যান গগ। বিষন্ন এই জাদুকর বুক ভরা বিষাদ নিয়েও শিল্প সংস্কৃতিকে দিয়েছেন শ্রেষ্ঠ কিছু উপহার। আজ আমরা এই কৃতী শিল্পীর কয়েকটি অজানা দিক সম্পর্কে জানবো।