ঝুলে রইল লিভারপুল-অ্যাটলেটিকোর ভাগ্য
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম গেমউইকে নক-আউট রাউন্ড নিশ্চিত করার লড়াইয়ে নেমেছিল বেশ কয়েকটি দল। এরমধ্যে পিএসজি ও রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল। প্রথম চারটি ম্যাচে জেতার ফলে পিএসজির নক-আউট রাউন্ড নিশ্চিত হয়ে গেছিল আগেই, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করার জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে পিএসজির বিপক্ষে ০-৩ গোলের হার দিয়ে আসর শুরুর করায় বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই, নিজেদের নক-আউট রাউন্ড নিশ্চিতের পাশাপাশি সেই সমালোচনার জবাব দেওয়ার জন্য হলেও মাদ্রিদের জন্য এ ম্যাচে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।