প্রতিকূলতার পথে নারীর পাশে দাঁড়াবে কে?
সব প্রতিকূলতা সব নেতিবাচকতা দূর করা হয়তো সম্ভব না। তবে পরিবর্তনের প্রথম পদক্ষেপটা নিচ্ছি তো? আজ থেকে নতুন করে ভাবতে শিখি, চলুন। চারপাশের নারীদের প্রতি আপনি কি দৃষ্টিভঙ্গি ধারণ করেন? নিজ পরিবারের নারী সদস্যদের প্রতি অন্যদের কেমন আচরণ আপনি আশা করছেন? নারীবান্ধব সমাজ তৈরিতে আপনার ভূমিকাটা ঠিকমতো পালন করছেন তো?