শাখা প্রশাখা: নতুন কুঁড়ির রন্ধ্রে রন্ধ্রে ‘দু নম্বরি’ প্রবেশের বাস্তব চিত্রায়ন
এক প্রজন্মের পর আরেক প্রজন্ম যখন আসে, তখন কী করে দুর্নীতি খুব দ্রুত তাদের রন্ধ্রে প্রবেশ করে? কী করে সৎ মানুষদের সরিয়ে অসৎ লোকেরা জায়গা দখল করে? কী করে সৎ রক্ত থেকে বের হয়ে আসে অসৎ রক্তের শাখা? আর সেই শাখার প্রশাখাগুলো জন্মলগ্ন থেকেই পরিচিত হতে থাকে কালো থাবার সাথে? এই প্রশ্নগুলোর উত্তর নমুনা আকারে আমরা পাই ১৯৯০ সালে মুক্তি পাওয়া বিখ্যাত বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের ‘শাখা প্রশাখা’ সিনেমাতে।