ছায়া জাতিসংঘ: জাতিসংঘের কার্যক্রমের সাথে পরিচিতি
মডেল ইউনাইটেড নেশন হচ্ছে মূলত জাতিসংঘের একটি কার্যকরী প্রতিরূপ। জাতিসংঘে যেভাবে বিভিন্ন বিশেষায়িত কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নির্দিষ্ট কিছু কার্যাবলী নিয়ে আলোচনা করে, মডেল ইউনাইটেড নেশনেও তাই। ছায়া জাতিসংঘকে মূল জাতিসংঘের মাস্টার কপি বলা চলে। অর্থাৎ এখানে প্রতিযোগিরা বিভিন্ন দেশের প্রতিনিধিরূপে বিভিন্ন এজেন্ডায় দুই, তিন, এমনকি চারদিন ব্যাপী আয়োজনে অংশ নেয়।