দেড়শো কোটি মানুষকে নজরবন্দী রাখবার চীনা সারভেইলেন্স প্রোগ্রাম
বর্তমানে চীনে ২০০ মিলিয়ন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে। চীনের লক্ষ্য হলো, ২০২০ সালের মধ্যে পুরো চীনকে সম্পূর্ণভাবে সারভেইলেন্স প্রোগ্রামের আওতায় আনা। শি চিনপিংয়ের সরকার ‘নিরাপত্তা’ ও ‘চীনের তথ্য চীনের ভেতর সুরক্ষিত রাখা’র অজুহাত দিয়ে তাদের নজিরবিহীন নজরদারিকে বৈধতা দিয়ে আসছে।