টন্টনের সব আলো কেড়েছিল সাকিব-লিটনের ব্যাট
মুশফিকুর রহিম বরাবরই লেগ সাইডে শক্তিশালী। তারপরও যে কিভাবে বলটা খেলতে গিয়ে বিপাকে পড়লেন! ব্যাটে আলতো ছুঁয়ে বল চলে গেল উইকেটরক্ষকের হাতে। খালি চোখে দেখলে মনে হবে ওয়াইড বল। আবেদন হতেই আম্পায়ারের সিদ্ধান্তের তোয়াক্কা না করে ব্যাট হাতে আকাশের দিকে তাকিয়ে হতাশার দৃষ্টিতে ড্রেসিংরুমের পথ ধরলেন।