সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের ব্যবহারের আর্থিক মার্কেট ভ্যালু প্রায় ১২৭ বিলিয়ন ডলার! যার একটা বৃহৎ অংশ হচ্ছে কৃষিখাত। ধারণামতে, ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা গিয়ে পৌঁছাবে ৯ বিলিয়নে। এই বিশাল সংখ্যক জনসংখ্যার জন্য খাদ্যশস্য উৎপাদন হারও বাড়াতে হবে। বর্তমানে যে পরিমাণ শস্য পৃথিবীব্যাপী উৎপাদিত হয়, তাতে জনসংখ্যা বাড়ার কারণে রিজার্ভ রাখা সম্ভব হবে না। বরং আমাদের ভাবতে হবে এমন এক বিকল্প ব্যবস্থার, যার মাধ্যমে সময় অপরিবর্তিত রেখেই প্রায় দ্বিগুণ খাদ্যশস্য উৎপাদন করা যায়।