বেকনের বিদ্রোহ: এক অলস ভাগ্যান্বেষীর ইংরেজ উপনিবেশের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরার গল্প
ভার্জিনিয়ায় সেই সময়ে জীবন ধারণ করাটা ছিল কষ্টের। খরা, দারিদ্র্য আর স্থানীয় আমেরিকানদের সাথে সংঘাতের মধ্য দিয়েই তাদের জীবন কেটে যেত। ১৬০৯ সালে আদিবাসী আমেরিকানদের ক্যানিবালিজমের স্বীকার হওয়ার পর থেকে, এই জনপদের লোকজন পুরো সপ্তদশ শতাব্দী জুড়ে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। দেয়ালে পিঠ ঠেকে গেলে সবচেয়ে দূর্বলও ছোবল দিতে পারে, তারই উদাহরণ বেকন বিপ্লব।