গুগল স্টেডিয়া: শুরু হতে যাচ্ছে ক্লাউড গেমিংয়ের যুগ
ভাবুন তো, আপনার পছন্দের ওপেন ওয়ার্ল্ড গেমগুলো খেলার জন্যে আপনাকে অনেক দাম দিয়ে কনসোল বা কম্পিউটার হার্ডওয়্যার কেনার প্রয়োজন হচ্ছেনা। শুধু ব্রাউজারে ঢুকে প্লে বাটন চাপলেই যে কোনো গেম খেলা শুরু করতে পারবেন, এমনকি তা ডাউনলোডেরও দরকার হবে না।