চেলসি ম্যানিং: মিথ্যা সুখ ছেড়ে কষ্টকর সত্য বেছে নিয়েছিলেন যিনি
বলা হয়ে থাকে, অধিক তথ্যের মাধ্যমেও মানুষকে মিথ্যার মধ্যে ডুবিয়ে রাখা সম্ভব। এমন হাজারো তথ্য আছে, যেসব দেখলে যেকোনো মিথ্যাকেও মানুষের কাছে সত্য মনে হতে পারে। বিকল্প ধারার কোনো তথ্য প্রাপ্তির মাধ্যম না থাকলে প্রাপ্ত তথ্যের শুদ্ধতা নিশ্চিত করার কোনো উপায় থাকেনা। কিন্তু তারপরও যুগে যুগে বিভিন্ন মানুষ অসত্য লক্ষ তথ্যের ভিড়েও সত্য ঠিকই ফাঁস করেছেন। সমাজে এদের বলা হয়ে থাকে ‘হুইসেল ব্লোয়ার’। যারা কোনো এক সময়ে ঠিকই বাঁশিতে ফুঁ দিয়ে বিশ্ববাসীকে জাগ্রত করেন। এমনই একজন হুইসেল ব্লোয়ার ব্র্যাডলি ম্যানিং, যিনি পরবর্তীতে লিঙ্গ পরিবর্তন করে হন চেলসি ম্যানিং।