মুন্ডারি: গরুপ্রেমী এক আদিবাসী জনগোষ্ঠী
তাদের পালিত ‘আনখল-ওয়াতুসি’ বিশ্বের সবচেয়ে আদুরে স্বভাবের গরু হিসেবে পরিচিত। ফলে তাদের সেবা যত্ন অনেক বেশী করতে হয়। মুন্ডারি রাখালরা প্রতিদিন দুইবার করে তাদের শরীর মালিশ করে দেন। গোবরের ছাই টেলকম পাউডারের মত তাদের দেহে মাখিয়ে দেন। যা তাদের ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষিত রাখে। তাদের ত্বক পরিস্কার করতে এবং থাকার ঘরেও এই ছাই বিছিয়ে দেয়া হয়। মশাদের হাত থেকে রক্ষা করতে তাদের ঘরের চারিধারে নান্দনিক উপায়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়।