উইঘুরদের প্রতি বৈরিতা সত্ত্বেও হুই মুসলিমদের প্রতি কেন সদয় চীন?
হুইদেরও কি মুসলিম হবার জন্য উইঘুরদের মতই নিষ্পেষিত-নিগৃহীত হতে হয়? বিস্ময়করভাবে উত্তরটি হচ্ছে – ‘না’! বরং ধর্মীয়ভাবে অধিক স্বাধীনতা ভোগের পাশাপাশি অর্থনৈতিকভাবেও সুবিধাজনক অবস্থানে আছে হুইরা। রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক উইঘুরদের মত শীতল নয়।