প্রথম মানুষবাহী সফল মহাকাশ অভিযানের গল্প
ইউরি গ্যাগারিন ভস্টক ১ নামের একটি মহাকাশযানে করে ১৯৬১ সালের ১২ই এপ্রিল মহাকাশে পাড়ি জমিয়েছিলেন। মোটা দাগে গ্যাগারিনের মহাকাশযাত্রার গল্প এটুকুই। তবে, এরমাঝেও লুকিয়ে আছে মজার এবং দারুণ সব তথ্য। সেসব নিয়েই এই আয়োজন।