তবে পক্ষে-বিপক্ষে যতই ঝাঁঝালো বিতর্ক জারি থাকুক, ফেদেরারের দৃষ্টিনন্দন ব্যাকহ্যান্ড শটগুলোকে কে না মিস করবে! কে ভুলতে পারবে তার চাবুকের মতো ফোরহ্যান্ডের কথা! বেজ-লাইন থেকে হাফভলি, ওভারহেড লব, ক্যাজুয়াল টুইনার কিংবা অ্যারাউন্ড-দ্য-নেট শটগুলোর কথা! তার মতন শৈল্পিক সার্ভই বা আর কে করতে পারবে! অমন অসাধারণ অ্যান্টিসিপেশন ও কোর্ট সেন্স থাকবে কার! কার থাকবে তার মতো ঈশ্বরপ্রদত্ত ফুটওয়ার্ক! দেয়ালে পিঠ ঠেকে গেলেও কে দেখাতে পারবে তার মতো ধ্রুপদী সংযম! টেনিসের মতো একক-আধিপত্যের, চরম ইন্টেনসিটির একটি খেলায় আদৌ কি আর কেউ পারবে তার মতো করে আনতে সুষমামণ্ডিত সৌন্দর্য, মনোরম মুগ্ধতা কিংবা বিস্ময়াবিষ্ট বিশুদ্ধতা?