বিশ্বকাপের আশার ভেলায় তুরুপের তাস মুস্তাফিজ
বাংলাদেশের জন্য মুস্তাফিজ তুরুপের তাস। বল হাতে তার বিধ্বংসী স্লোয়ার আর কাটার তাকে যেমন বানিয়েছে ‘কাটার মাস্টার’ কিংবা ‘দ্য ফিজ’; তেমনই তিনিই দলের হয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের হয়ে বারবার হয়ে উঠেছেন এক ত্রাসের নাম।