থ্যানোস: এক পাগল দানবের কমিকের পাতা থেকে রুপালী পর্দায় আসার গল্প
নিজের গ্রহকে হারানোর দুঃস্বপ্ন এবং এই ইউনিভার্সের ভারসাম্য রক্ষার জন্য মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে থ্যানোসের দ্য ম্যাড ম্যান হয়ে উঠা। চলুন দেখে নেই কেমন ছিল থ্যানোসের শৈশব, কেন সে হত্যার নেশায় মেতে উঠে এবং কিভাবে সে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম সেরা ভিলেইন হয়ে উঠল।