বদলে যাওয়া ভিনিসিয়াস জুনিয়রের নেপথ্যে…
গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে ভিনিসিয়াস জুনিয়রের, ৫২ ম্যাচে ২২ গোলের পাশাপাশি করেছেন ২০ টি অ্যাসিস্ট। এই মৌসুমের শুরুটাও করেছেন গত মৌসুমে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই। লিগে ৩ ম্যাচে ২ গোল এবং ১ অ্যাসিস্ট করে গত মৌসুমের ধারাবাহিকতা বজায় রাখারই আভাস দিচ্ছেন।