মেঘনাদবধ রহস্য : থ্রিলারের মোড়কে এক টুকরো নকশালজিয়া
গল্প বলার একটু মন্থর ভঙ্গি, প্লটের ভেতরে আরো অনেক সাবপ্লট, টান টান থ্রিলারের তুলনায় সিরিয়াস বিষয়বস্তুর সঙ্গে একধরনের ধ্রুপদী রহস্য-ঘরানাকে জুড়ে দেওয়া- সব মিলিয়ে ‘মেঘনাদবধ রহস্য’ দর্শকের আগ্রহ ধরে রাখার মতোই।