বেগম রোকেয়া: বাংলায় নারী শিক্ষার মহিয়সী বার্তাবাহক
সাখাওয়াত রোকেয়ার লেখাপড়ার প্রতি বিশেষ যত্ন নিতেন। এমনকি তিনি খেয়াল রাখতেন রোকেয়ার স্বাধীন সাহিত্যচর্চার, তিনি চেয়েছিলেন সংসারের চাপে যেন রোকেয়ার প্রতিভা বা আগ্রহ কোনটাই মুখ থুবড়ে না পড়ে। এমনকি নিরিবিলিতে বসে নিজের সাধনা চালিয়ে যাওয়ার জন্য সাখাওয়াত রোকেয়াকে একটি অষ্টভুজাকৃতির ঘর তৈরি করে দেন।