করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশে যখন হ্যান্ড স্যানিটাইজারের সঙ্কট তৈরি হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া ফর্মূলা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বিনামূল্যে বিতরণ করেছেন।